Advertisment

ছেলে ও তার বন্ধুদের নামেও সম্পত্তি, কেষ্টর কায়দায় 'সাম্রাজ্য' অয়নের

দুর্নীতির টাকায় বিপুল সম্পত্তি গড়েছিলেন অয়ন শীল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayan Sil built the property in the style of Anubrata Mandal

কেষ্টর কায়দাতেই বিপুল সম্পত্তি গড়েছিলেন অয়ন শীল।

দুর্নীতির টাকায় বিপুল সম্পত্তি গড়েছিলেন অয়ন শীল। নামে-বেনামে কেনা ওই জমি-বাড়ির 'মালিকানা' আদতে ছিল তাঁরই জিম্মায়। নিজের ছেলে ও তাঁর ঘনিষ্ঠের নামেও জমি কেনেন অয়ন। একই দিনে তিনটি-তিনটি জমিও কিনেছিলেন ধৃত প্রোমোটার। অয়নকে জেরা ও তাঁর বাড়িতে মেলা নথি ঘেঁটে এমনই চাঞ্চল্যকর দাবি ইডি সূত্রের।

Advertisment

ঠিক খানিকটা অনুব্রত মণ্ডলের কায়দাতেই কালো টাকায় পাহাড় প্রমাণ সাম্রাজ্য গড়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায গ্রেফতার হওয়া অয়ন শীল। নিজের নামে ছাড়াও আত্মীয়-সহ সংস্থার কর্মীদের নামে-নামে কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রেখেছিলেন কালো টাকায়। কোথাও আবার ঘনিষ্ঠদের নামে জমিও কিনে রেখেছিলেন। তদন্তে নেমে চোখ কপালে তোলার মতো একাধিক তথ্য পেয়েছেন ইডির অফিসাররা।

আরও পড়ুন- দুর্যোগের এখানেই শেষ নয়, কয়েকদিনেই আবহাওয়ার বিরাট বদল! রইল লেটেস্ট আপডেট

দুর্নীতির টাকায় একাধিক জমি কেনেন অয়ন শীল। হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় জমি কেনেন অয়ন। ছেলে অভিষেক শীল ও ছেলের ঘনিষ্ঠ ইমন গঙ্গোপাধ্যায়ের নামে অয়ন ১ কোটি টাকার সম্পত্তি কিনেছেন বলে সন্দেহ ইডির। ইডি সূত্রে খবর, ২০১৯ সালে ভাঙড়ের ব্যাওতা মৌজায় নিজের সংস্থার কর্মীর নামে ৫ লক্ষ ৭১ হাজার টাকা দিয়ে জমি কিনেছিলেন অয়ন শীল। এছাড়াও ইডি সূত্রের আরও খবর, ২০১৬ সালে একই দিনে ভাঙড়েই তিন-তিনটি জমি নগদ টাকায় কিনেছিলেন অয়ন শীল।

অয়ন শীল কাদের কাদের নামে সম্পত্তি কিনেছিলেন তার একটি তালিকা তৈরি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের অফিসাররা। পরে সেই তালিকায় থাকা নাম ধরে ধরে তাঁদরও তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর মিলেছে।

ayan sil anubrata mondal WB SSC Scam ED
Advertisment