Advertisment

Ram Mandir-Modi: রামমন্দির উদ্বোধন: মোদীর হৃদয়ে শিহরণ তুলছে এই বাংলা গানটিই! কার গান? গেয়েছেন কে?

Ram Temple: আগামী ২২ জানুয়ারি সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে মোদীর মুখে বাংলার নাম। বাঙালি গানের ভিডিও পোস্ট করে প্রভু শ্রীরামকে অপার শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর। দেশের রাজ্যে রাজ্যে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ২২ তারিখ যদিও সাধারণের জন্য রাম মন্দিরের দরজা খোলা থাকছে না। ওই দিন শুধুমাত্র আমন্ত্রিতরাই রাম মন্দির প্রাঙ্গণের নজরকাড়া ঐতিহাসিক কার্যক্রমের সাক্ষী থাকতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi 3.0 Cabinet Portfolio, মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে কারা যেতে পারেন

PM Modi New Cabinet: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আজ শপথ মোদীর।

Ayodhya Ram Mandir: আগামী সোমবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হবে। তার আগে দেশের রাজ্যে-রাজ্যে শ্রীরামচন্দ্রকে নিয়ে হিন্দুত্ববাদী সংগঠছনগুলির উচ্ছ্বাস-উন্মাদনা তুঙ্গে উঠেছে। এই আবহে রাম মন্দির উদ্বোধনের ঠিক দু'দিন আদগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টানলেন বাংলার প্রসঙ্গ। বাঙালি কবির লেখা গানের ভিডিও পোস্ট নরেন্দ্র মোদীর। বাঙালি এক শিল্পী গানটি গেয়েছেন।

Advertisment

এক্স হ্যান্ডেলে (X) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) রচিত একটি গানের ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গানটি গেয়েছেন বাঙালি শিল্পী পায়েল কর। রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর 'মন জপ নাম' নামের নজরুল গীতির (Nazrul Giti) ভিডিও পোস্ট ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা বেড়েছে। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024), তার আগে বিশাল আয়োজনে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই পর্বে বাংলার নাম জুড়ে রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির প্রধান সেনাপতি?

এক্স হ্যান্ডলে এদিন মোদী লিখেছেন, "প্রভু শ্রী রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা রয়েছে। এখানে রয়েছে আইকনিক নজরুল গীতি 'মন জপ নাম'।" উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের লেখা এই গানে রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তাঁর রূপের বর্ণনা রয়েছে গানটিতে।

আরও পড়ুন- Travel: মন জুড়িয়ে হৃদয় রাঙাবে অপরূপ এই সমুদ্র সৈকত! কলকাতার কাছেই এপ্রান্তের খোঁজ জানতেন?

যদিও রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর নজরুল গীতির উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনৈতির মহলে চর্চা বাড়িয়ে দিয়েছে। কয়েকমাসের মধ্যেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বাংলার ৪২টি সিটেই এবার প্রার্থী দেবে বিজেপি। গতবারের লোকসভা ভোটে বাংলা থেকে নজিরবিহীন সাফল্য পেয়েছিল গেরুয়া দল।

আরও পড়ুন- Premium: সোমেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা, বাংলার ভক্তদের জন্য নজিরবিহীন উদ্যোগ VHP-র 

এবারও এরাজ্য থেকে কমপক্ষে ৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা শুভেন্দু-সুকান্তদের বেধে দিয়েছেন মোদী-শাহরা। সেই লক্ষ্যে ঘুটি সাজানো শুরু হয়ে গিয়েছে পদ্ম শিবিরের। উনিশের মতো এবার চব্বিশেও লোকসভার লড়াইয়ে বাংলায় তৃণমূলকে নাস্তানাবুদ করতে ঝাঁপাতে মুখিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Ram Mandir modi West Bengal Kazi Nazrul Islam
Advertisment