Ayodhya New Mosque: সোমবারই উত্তর প্রদেশের অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মন্দিরের গর্ভগৃহে রামলালার (Ramlalla) প্রাণ প্রতিষ্ঠা করেছেন নমো। রাম মন্দির তো হল, অযোধ্যা ঐতিহাসিক জমি মামলার নিষ্পত্তিতে মসজিদ তৈরির কথাও বলেছিল সুপ্রিম কোর্ট। সেই মসজিদ তৈরির কাজ কতটা এগোল? এই প্রশ্নই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। সুন্নি ওয়াকফ বোর্ডকে (Sunni Waqf Board) মসজিদ তৈরির দায়িত্ব দিয়েছিল শীর্ষ আদালত।
২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা (Ayodhya) জমি মামলার রায় ঘোষণা করেছিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম রায়ে অযোধ্যায় বিতর্কিত জমিতে যেমন রাম মন্দির তৈরির 'ছাড়পত্র' মিলে যায়, তেমনই সুন্নি ওয়াকফ বোর্ডকেও ৫ একর জমি দিতে বলা হয় সরকারকে। সরকার অধিকৃত সেই ৫ একর জমিতেই মসজিদ তৈরির কথা রয়েছে। তবে অযোধ্যার ধান্নিপুরে সেই মসজিদ তৈরির কাজ এখনও এতটুকুও এগোয়নি।
চারপাশে বসতির মধ্যে সেই ফাঁকা জায়গা পড়ে রয়েছে। অযোধ্যায় এই মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে (indo islamic cultural foundation)। এই সংস্থার উন্নয়ন কমিটির প্রধান হাজি আরফাত শেখ সংবাদমাধ্যমে জানিয়েছেন, রমজান মাসের পর মসজিদ তৈরির কাজ শুরু হবে। মন্দিরটি তৈরির জন্য তিন-চার বছর সময় লাগতে পার বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- Ayodhya: রামমন্দিরে রামলালার দর্শনে অযোধ্যা যাবেন? জানুন কখন, কীভাবে যাবেন
অন্যদিকে, ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সেক্রেটারি আতহার হুসেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, মসদিদের ওই জমিতে একটি হাসপাতাল তৈরিরও পরিকল্পনা তাঁদের রয়েছে। একইসঙ্গে ক্রাউড-ফান্ডিং (Crowdfunding) ওয়েবসাইট (Website) চালুর কথাও তিনি জানিয়েছেন।