প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা

Jubilee Hills bypoll: প্রাক্তন জনপ্রিয় এই জাতীয় দলের ক্রিকেটার মন্ত্রী হওয়ায় বিরোধী শিবির কিন্তু বেশ কটাক্ষ ছুঁড়ে দিয়েছে। রাজনৈতিক চালেরই একটি অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে তোপ দেগেছে তারা।

Jubilee Hills bypoll: প্রাক্তন জনপ্রিয় এই জাতীয় দলের ক্রিকেটার মন্ত্রী হওয়ায় বিরোধী শিবির কিন্তু বেশ কটাক্ষ ছুঁড়ে দিয়েছে। রাজনৈতিক চালেরই একটি অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে তোপ দেগেছে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammad Azharuddin,  Telangana Cabinet,  A Revanth Reddy,  Jubilee Hills bypoll , Congress  ,BJP  ,BRS  ,Model Code of Conduct,  Telangana politics  ,Azharuddin oath ceremony,মোহাম্মদ আজহারউদ্দিন  ,তেলেঙ্গানা মন্ত্রিসভা  ,রেভন্ত রেড্ডি  ,জুবিলি হিলস উপনির্বাচন,  কংগ্রেস  ,বিজেপি,  বিআরএস,  আদর্শ আচরণবিধি,  তেলেঙ্গানা রাজনীতি,  আজহারউদ্দিন শপথ

Telengana Raj Bhavan:তেলেঙ্গনা রাজভবন।

প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিন শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা আজহারউদ্দিনকে শপথ গ্রহণ করিয়েছেন। মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি আজহারউদ্দিনকে মন্ত্রিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর অন্তর্ভুক্তি রাজ্যের জন্য একটি “গর্বের মুহূর্ত”।

Advertisment

শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ বহু রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। রেভন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভা সম্প্রসারণ।
 
শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজহারউদ্দিন বলেন, তাঁর মন্ত্রিত্ব জুবিলি হিলস উপনির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। 
“দুটি বিষয় একেবারেই আলাদা,” তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন- Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক

Advertisment

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির মন্তব্যের জবাবে আজহারউদ্দিন বলেন, “আমি কারও কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেটের প্রয়োজন বোধ করি না।” 

তিনি আরও জানান, দপ্তর বণ্টনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এখতিয়ারে, এবং এই বিষয়ে তিনি দলের সিদ্ধান্ত মেনে চলবেন। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে আজহারউদ্দিনকে সংখ্যালঘু কল্যাণ অথবা ক্রীড়া মন্ত্রক—এর দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন-Bihar election 2025:‘মেড ইন বিহার’ ও ‘ভোকাল ফর লোকাল’! ভোটের আগে NDA ইস্তেহারে প্রতিশ্রুতির সুনামি!

এদিকে, আজহারউদ্দিনের মন্ত্রিত্বে শপথ নেওয়াকে রাজনৈতিক চাল হিসেবে দেখছে বিরোধীরা। জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি মুসলিম ভোটার রয়েছে, ফলে তাঁর মন্ত্রিত্বকে কংগ্রেস, বিজেপি ও বিআরএসের ত্রিমুখী লড়াইয়ের আগে ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন-SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি

Telengana Cabinet Minister Telengana Government Minister Mohammed Azharuddin