Advertisment

বাবুলে রুষ্ট মমতা, লোকসভার আগেই সরালেন বড় দায়িত্ব থেকে, গুরুত্ব বাড়ল কাদের?

রাজ্য মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীর দফতর বদল।

author-image
IE Bangla Web Desk
New Update
Babul supriya removed from tourism mamata cabinet change , পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে

কে পেলেন কোন দফতরের দায়িত্ব?

নবান্নের আনাচে-কানাচে জল্পনাই সত্যি হল। ডানা ছাঁটা হল মন্ত্রী বাবুল সুপ্রিয়র। পর্যটন দফতর থেকে সরানো হল বালিগঞ্জের বিধায়ককে। পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেনকে। এর আগে বেশ কয়েক মাস ইন্দ্রনীল পর্যটন দফতরের দায়িত্বে ছিলেন। বাবুল সুপ্রিয়কে তথ্য-প্রযুক্তি ও অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে তথ্য-সংস্কৃতির ও কারিগরি দফতরের সঙ্গেই বাড়তি পর্যটন দফতর সামলাতে হবে ইন্দ্রনীল সেনকে।

Advertisment

বাবুল সুপ্রিয় সঙ্গেই দায়িত্ব ছাঁটা হয়েছে মন্ত্রী অরূপ রায়েরও। সমবায় দফতর থেকে সরানো হয়েছে অরুপ রায়কে। তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিনের রদবদলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের দায়িত্ব বেড়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছেন। অতিরিক্ত দায়িত্ব হিসাবে সমবায় দফতর সামলাতে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে। এছাড়া, বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর সামলাবেন।

বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, 'মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে অনুমোদন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন। এছাড়াও বাকিটা পরে করে দেওয়া হবে।'

আরও পড়ুন- পত্রাঘাতের পর রাজ্যপালের অন্য সুর, বললেন মমতাকে আর টেনশন দিতে চান না!

আরও পড়ুন-  গাদাগুচ্ছের বিরোধী গ্রেফতারি-দল ভাঙানো, তৃণমূলের ‘বাজিমাতের’ প্রবল চেষ্টায় জল ঢালল হাইকোর্ট!

আরও পড়ুন- জি-২০’র নৈশভোজে মমতা, বড় ইঙ্গিত অধীর চৌধুরীর

Babul Supriyo Arup Roy Mamata Government Jyotipriyo Mullick
Advertisment