scorecardresearch

অসুস্থ বাবুল সুপ্রিয়, ভর্তি হাসপাতালে

কী হয়েছে রাজ্যের মন্ত্রীর?

Babul Supriyo is undergoing treatment in the hospital, অসুস্থ বাবুল সুপ্রিয়, ভর্তি হাসপাতালে
বাবুল সুপ্রিয়

অসুস্থ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যা থেকেই বুকে ব্যথা হচ্ছিল তাঁর। প্রচণ্ড ঘামছিলেন। সোমবার সকালে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে বাবুল সুপ্রিয়কে ভর্তি করা হয়েছে।

উডল্যান্ড হাসপাতালের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, বাংলার পর্যটন ও তথ্য-প্রযুক্তি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় ১৩ই ফেব্রুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন। বুকে ব্যথা ও প্রচণ্ড ঘামের কারণে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সপ্তর্ষী বসু ও হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে বাবুল সুপ্রিয় চিকিৎসাধীন। ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক সীমার মধ্যে থাকাকালীন ইসিজিতে সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁর করোনারি এনজিওগ্রাফি হয়েছে। হৃদযন্ত্রের সামান্য অসুবিধা রয়েছে বলে করোনারি এনজিওগ্রাফিতে ধরা পড়েছে। তবে এখনও শল্য চিকিৎসার প্রয়োজন পড়েনি।

হাসপাতাল সূত্রে খবর, বাবুল সুপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতীশীল। আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Babul supriyo is undergoing treatment in the hospital