Advertisment

Babun VS Prasun: মুখ্যমন্ত্রীর ভাইয়ের নিশানায় প্রসূন, পাল্টা জবাব হাওড়ার 'পদ্মশ্রী' তৃণমূল প্রার্থীর

TMC: গত তিনবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে তাঁর 'অ্যালার্জি' রয়েছে বলে সাফ জানান। এরপরই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Babun Banerjee Prasun Banerjee TMC Lok Sabha Election 2024 Howrah , মমতার ভাই বাবুনের বিরোধিতা নিয়ে কী বললেন প্রসূন ব্যানার্জি?

মুখ্যমন্ত্রী কড়া সিদ্ধান্ত নিতেই সুর নরম হয় বাবুনের। কিন্তু, ক্ষান্ত হননি তিনি।

Howrah TMC Candidate Prasun Banerjee: তৃণমূলের প্রার্থী দেখে মুখ্যমন্ত্রীর পরিবারেই ফাটল দেখা যায়। ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট 'ভাই' বাবুন বন্দ্যোপাধ্যায়। দিল্লি চলে গিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন। বাবুন নিশানা করেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। গত তিনবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে তাঁর 'অ্যালার্জি' রয়েছে বলে সাফ জানান। এরপরই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেন। তাঁর সঙ্গে কেন বিরোধী বাবুনের? শুক্রবার হাওড়ায় প্রচারে বেরিয়ে মুখ খুলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়?

গত রবিবার ব্রিগেডে লোকসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়। হাওড়া থেকে এবারও জোড়া-ফুল প্রতীকে লড়াই করবেন গত তিনবারের সাংসদ পদ্মশ্রী প্রসূণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে প্রচার শুরু করেছেন প্রাক্তন এই ফুটবলার। স্বাভাবিকভাবেই উঠে আসে বাবুন বন্দ্যোপাধ্যের প্রসঙ্গ। কেন মুখ্যমন্ত্রীর ভাই প্রসুনের উপর এত ক্ষুব্ধ? জবাবে প্রসুন বন্দ্যোপাধ্যায় বলেন, 'নো কমেন্টস। তাঁকে জিজ্ঞাসা করুন।'

এরপরই তাঁর দাবি, 'আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাঁকে ছাড়া কাউকে চিনি না। তিনি আমার উপর ফের ভরসা করেছেন। হাওড়ার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে পর পর তিনবার জেতানোর জন্য।'

আরও পড়ুন- Mamata Push From Behind: ‘পিছন থেকে ধাক্কা’! ঘোষণা-পাল্টা ব্যাখ্যায় চরম বিতর্ক, কী বলছেন মমতার ডাক্তার মন্ত্রী

প্রার্থী হতে না পেরে প্রকাশ্যেই ক্ষোভ জানান স্বপণ ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। তাঁর বিজেপি যোগ জল্পনার মাঝেই হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দল হয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার। বাবুন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই। ফলে টিকিট ঘিরে মমতার পরিবারের মধ্যেই ‘ক্ষোভ’ বঙ্গ রাজনীতির প্রবল চর্চার বিষয় হয়। এরপরই শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সাফ বলেন, ‘আমার পরিবার বলে কিছু নেই। মা মাটি মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ।’ এরপরই বাবুনের সব হুঙ্কার উধাও। নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি সরে আসেন তিনি।

দিল্লিতে বসে বাবুন বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি এটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে যতদিন দিদি থাকবে আমি ততদিন তাঁর সঙ্গে থাকব।আমি জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই।’

tmc Prasun Banerjee loksabha election 2024 Mamata Banerjee Howrah Mamata's brother Swapan Banerjee
Advertisment