চলন্ত ট্রেনে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন তারকেশ্বর-হাওড়া শাখার লোকাল ট্রেনের কামরায়। ট্রেনের কামরায় যাতায়াতে অনেকের সঙ্গেই দীর্ঘদিনের আলাপ, তা থেকেই গাঢ় বন্ধুত্ব। এবার সহযাত্রী বন্ধুর বিয়ের আগে ট্রেনের কামরাতেই এক অভিনব উদ্যোগ সহযাত্রীদের। এমন কান্ড জানাজানি হতেই রীতিমতো আলোচনা শুরু। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পুরোদমে চলছে বিয়ের মরশুম। বিয়ের আগে হিন্দু রীতি মেনে চলে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। পাত্র কিংবা পাত্রী দু'জনকেই আত্মীয়, বন্ধুদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে থাকে। তবে ট্রেনের কামরায় আইবুড়ো ভাত খাওয়ানোর এই পর্ব সত্যি বিরল। হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ানো-সহ চলল ট্রেনের কামরায়।
অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন তারকেশ্বর- হাওড়া লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। প্রতিদিন ট্রেনে চড়ে তারকেশ্বর থেকে হাওড়া যান অনেকেই। হাওড়া স্টেশনে নেমে সবাই চলে যান যে যাঁর গন্তব্যে। আবার দিনের শেষে হাওড়া থেকে একইভাবে বাড়ি ফেরা।
সহযাত্রীদের সঙ্গে হবু বর অতনু শাসমল।
রোজ নামচার জীবনে নিত্য আসা-যাওয়ার পথে এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয় ধীরে ধীরে। পরে বন্ধুত্ব গড়ে ওঠে। ট্রেনের ছোট্ট কামরাই হয়ে যায় একটা পরিবারের মতো। এমনভাবেই ট্রেনে যাতায়াতের সূত্রে হুগলির বাহিরখণ্ডের অতনু শাসমলের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনের পিন্টু, সজ্ঞয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক-সহ বেশ কিছু যাত্রীদের।
আরও পড়ুন- আসছে ভোটে বুড়ো হাড়ে নির্ভরতা কমাতে পারে তৃণমূল, অঙ্কের হিসেবে কোপে কারা?
আগামী ১৫ ডিসেম্বর অতনুর বিয়ে। সেই মতো তিনি ট্রেনের বন্ধুদের নেমত্তন্নও করেছেন। তবে তাঁর ট্রেনের বন্ধুরা করলেন আরও অভিনব এক আয়োজন। ট্রেনের ভেন্ডার কামরাতেই চলল আইবুড়ো ভাতের অনুষ্ঠান। শনিবার সকাল ডাউন ৯:৩২-এর তারকেশ্বর -হাওড়া লোকাল। এই ট্রেনের ভেন্ডার কামরা ফুল-মালা-বেলুন দিয়ে সাজানো হয়েছিল। হবু বরকে ধুতি পাঞ্জাবি পরিয়ে সানাই বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে চলে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান। ১৯ পদে হবু বরকে খাওয়ানো হল। কি ছিল না সেই পদে! ভাত, মাছ, মাংস, তরি-তরকারি, দই, মিষ্টি-যোগে একেবারে এলাহি ব্যাপার।
ট্রেনে হবু বর অতনুর সহযাত্রী পিন্টু জানালেন, তাঁরা নিজেরাই এই রান্না করেছেন। অতনুকে আগেভাগে কিছু জানানো হয়নি। তবে সহযাত্রীদের থেকে এমন সারপ্রাইজ পেয়ে সত্যিই আনন্দে অভিভূত হবু বর অতনু শাসমল।