কলকাতায় ডিগবাজি। ভাবছেন তো এ আবার কি? কোনও জিমন্যাস্টিকের আসর নাকি? একেবারেই নয়।
শ্যামবাজারের ফ্রেন্ডস ইউনিয়নের পুজোর এবারের থিম কলকাতায় ডিগবাজি। এবার ৫২ বছরে পা দিল এই পুজো।
উত্তর মানেই ঐতিহ্যের সঙ্গে সাবেকিয়ানার মেলবন্ধন। সময়ের সরণী বেয়ে আধুনিকতার হাত ধরে থিম পুজোর আয়োজন করছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব।
'এক যে আছে মজার দেশ, সকল দিকেই ভালো। সবই আছে যে যার মতো, ভাবনাটাই শুধু উল্টো।' শিল্পী সুতনু মাইতি, মৃৎশিল্পী অতনু পালের ভাবনায় রূপ পাচ্ছে এই মজার দেশ। যেখানে সব কিছুই উল্টো। রবিবার এক অভিনব ব়্যালির সাক্ষী রইলো ঐতিহ্যের বাহক শ্যামবাজার।
আরও পড়ুন- ফুটপাতের পাঁচালি পর্ব-২: ফুটপাথই ঠিকানা, ‘দুগ্গা’ গড়ে বাঁচার লড়াই মঙ্গলের
অভিনব এই থিম ভাবনা নজর কাড়বে দর্শনার্থীদের। আশাবাদী শিল্পীরা। স্বপ্ন দেখতে শুরু করেছেন উদ্যোগতারাও।
এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে…। হ্যাঁ, শরৎ এলেও অবশ্য হিমের পরশ এখনও লাগেনি। আকাশের মুখভার। বৃষ্টিস্নাত তিলোত্তমা। মাঝেমাঝে অবশ্য পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে মা আসছেন। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। উত্তর থেকে দক্ষিণ- একে অপরকে টেক্কা দেওয়ার তুমুল লড়াই। সেই লড়াইয়ে এবার বাজিমাতের চেষ্টায় শ্যামবাজারের ফ্রেন্ডস ইউনিয়ন।