Bagda Assembly By Election Results: আজ রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা। এখনও পর্যন্ত ফল ঘোষণার যা ট্রেন্ড তাতে করে চারটি কেন্দ্রের চারটিতেই বাজিমাত করতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। শেষ মুহূর্তে কোনও কোনও কেন্দ্রে খেলা ঘুরলেও ঘুরতে পারে। বাগদায় এবার তৃণমূলের বাজি ছিল ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা।
বাগদা বিধানসভা কেন্দ্রটি মতুয়া গড় বলেই পরিচিত। এই কেন্দ্রের হারা-জেতার প্রায় সবটাই নির্ভর করে মতুয়াদের সমর্থন কার দিকে যাবে তার ওপর। এবারের বাগদা উপনির্বাচন-পর্বকে অনেকেই দাদা বনাম বোনের লড়াই হিসেবে দেখছেন। বনগাঁ কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটেও বিজেপির শান্তনু ঠাকুর বিপুল ভোটে জিতেছেন।
লোকসভা ভোটের পরপরই বাগদা কেন্দ্রে উপনির্বাচন। বাগদা কেন্দ্রটি শান্তনু ঠাকুরের বনগাঁ লোকসভার কেন্দ্রের মধ্যেই পড়ে। সেই কারণেই বাগদার জয় শান্তনুর কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইটের মতো। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে শান্তনুরই খুড়তুতো বোন মধুপর্ণা ঠাকুরকে। মধুপর্ণা এই কেন্দ্রে জয় পেতে মরিয়া। মমতাবালা ঠাকুরও শুরু থেকে আত্মবিশ্বাসী কন্যার জয়ের ব্যাপারে।
WB By Election Result Live Update: উপনির্বাচনেও সবুজ সুনামি? চার কেন্দ্রের ৪টিতেই জয়ের লক্ষ্যে রকেট গতির দৌড় তৃণমূলের!
তবে শান্তনু ঠাকুরও আত্মবিশ্বাসী। পঞ্চম রাউন্ডের গণনা শেষে মধুপর্ণা ঠাকুরও এগিয়ে প্রায় সাড়ে ১২ হাজার ভোটে। তাতেও বিচলিত না হয়ে শান্তনু ঠাকুরও জানিয়েছেন, এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি আছে। জেতার ব্যাপারে তিনি আশাবাদী।