Kamalakshmi Biswas : বঙ্গ রাজনীতিতে ছন্দপতন! দুপুরেই না ফেরার দেশে ৫ বারের দাপুটে বিধায়ক, রাজনৈতিক মহলে শোকের ছায়া

Kamalakshmi Biswas : বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Kamalakshmi Biswas : বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

author-image
Utsab Mondal
New Update
cats

প্রয়াত হলেন বাগদার প্রাক্তন বিধায়ক কমলক্ষী বিশ্বাস।

Kamalakshmi Biswas :বাংলার রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বাগদার প্রাক্তন বিধায়ক কমলক্ষী বিশ্বাস। বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। 

Advertisment

প্রয়াত হলেন বাগদার প্রাক্তন বিধায়ক কমলক্ষী বিশ্বাস। বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বাগদা বিধানসভার ৫ বারের বিধায়ক ছিলেন প্রবীণ এই ফরওয়ার্ড ব্লক নেতা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে ভুগছিলেন বামেদের এই শরিক নেতা। এদিন হাসপাতাল থেকে কলকাতা দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। এরপর বনগাঁ দলীয় কার্যালয়ে আনা হয় প্রবীণ নেতার দেহ। তিনি ১৯৭৭ সালে প্রথমবার বাগদা কেন্দ্রে জয়লাভ করেন।

ফরওয়ার্ড ব্লকের কমলক্ষী বিশ্বাস ১৯৮২ নির্বাচনে কংগ্রেসের অপূর্ব লাল মজুমদারকে পরাজিত করেন। তাঁর আগে ১৯৭৭ সালে জয়ী হন। ১৯৮৭ নির্বাচনে কংগ্রেসের অপূর্ব লাল মজুমদারের কাছে পরাজিত হন। ১৯৯৬ সালে কংগ্রেসের কালিদাস অধিকারী ও ১৯৯১ সালে কংগ্রেসের রামচন্দ্র বসুকে পরাজিত করেন কমলক্ষী বাবু। ২০০১ সালে তৃণমূল প্রার্থী দুলাল চন্দ্র বরকে হারিয়ে দেন তিনি। ২০০৬ সালে দুলাল চন্দ্র বর বর্ষীয়ান কমলক্ষী বাবুকে পরাজিত করেন। তারের থেকে এই কেন্দ্রে আর বাম প্রার্থীরা জয় পায়নি।

Advertisment

বনগাঁ ভূপেন্দ্র নাথ শেঠ স্মৃতি মহা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতার পরিবার। উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রে ২০২১ নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। তৎকালীন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধায়ক পদ ছেড়ে দেন। তারপর ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিধায়ক নির্বাচিত হয়েছেন।

Death