Advertisment

বাঘরোলের দেহ উদ্ধার, খুনে অভিযুক্ত দু'জনের খোঁজ দিলে মিলবে পুরস্কার

প্রাণী হত্যা রুখতে ওই এলাকায় সচেতনতামূলক প্রচর চালাবে বনদফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
fishing cats body recovered from howrah bagnan

বাঘরোলের দেহ উদ্ধার।

একসঙ্গে তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হাওড়ার বাগনানে। বাঘরোল হত্যায় অভিযুক্ত দু'জনের খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে বনদফতর। ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত প্রাভস পাত্র ও প্রতাপ পাত্রের।

Advertisment

জানা গিয়েছে, দিন কয়েক আগেই বাগনানের কালিকাপুর উত্তরপাড়া এলাকার রাস্তার ধারে মেলে তিনটি পূর্ণবয়স্ক বাঘরোলের দেহ। পায়ে দড়ি বাঁধা অবস্থায় তিনটি বাঘরোলের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন বন দফতরে। খবর পেয়ে বনকর্মীরা এসে তিনটি প্রাণীর দেহ উদ্ধার করেন। পরে তিনটি প্রাণীর দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন বনকর্মীরা।

অভিযোগ, প্রভাস পাত্র ও প্রতাপ পাত্র নামে দু'জন বাঘরোল হত্যায় অভিযুক্ত। তবে ঘটনার পর থেকে তারা বেপাত্তা। দু'জনের খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বন দফতর।

আরও পড়ুন- ‘ফিরিয়ে দেওয়া হোক ওদের জগৎ’, স্কুল খোলার দাবিতে এবার সরব জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

তিনটি বাঘরোলের অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনার তদন্তও শুরু হয়েছে। উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, অভিযুক্ত দুই যুবকের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বাঘরোল তিনটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাণী হত্যার বিরুদ্ধে এলাকায় সচেতনতামূলক প্রচার করা হবে বলে জানিয়েছেন ওই বনকর্তা।

Howrah West Bengal
Advertisment