২৫ ডিসেম্বরেই খুলতে পারে কলকাতার বাগরি মার্কেট। অন্তত এমনটাই জানাচ্ছেন বাগরি ব্যবসায়ী সমিতির সদস্যরা। সমস্ত দিক ঠিক থাকলে ডিসেম্বরেই খুলবে মার্কেট, এ কথা আগেই জানানো হয়েছিল দমকলের তরফে। এর আগে পুড়ে যাওয়া অংশটুকু বাদ দিয়ে বাকি মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ী সমিতির সদস্যরা, তবে দমকল এবং পৌরসভার অনুমতি না মেলায় তা সম্ভব হয়নি। প্রসঙ্গত, দমকল এবং পুরসভার নির্দেশ মতো বাগরি মার্কেটে অগ্নিনির্বাপণ ব্য়বস্থা চালুর কাজ চলছিল মার্কেটের ভিতরে।
১৬ সেপ্টেম্বর গভীর রাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট। তখন থেকেই বন্ধ ছিল বাগরি। এরপরই সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কাজ শুরু করেছিলেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ৭৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাগরি ব্যবসায়ী সমিতির সভাপতি আশুতোষ সিং। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন যে, "দমকলের কথা মতোই কাজ করা হয়েছে, বড়দিনের মধ্যে কাজ শেষ করে ফের সবটা শুরু করার আপ্রাণ চেষ্টা করছি আমরা। দমকল পরিদর্শনে এসে ছাড়পত্র দিলেই মার্কেট খুলে দেওয়া হবে।"
আরও পড়ুন: অগ্নিদগ্ধ বাগরি মার্কেটের ভিতরের দশা, দেখুন ছবিতে
সে দিনের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে, এবার আটঘাট বেঁধেই ছন্দে ফিরছেন ব্যবসায়ীরা। মার্কেট চত্বরের গোটা ব্যবস্থাকে কার্যত ঢেলে সাজানো হয়েছে। ৫০ হাজার লিটার জলের ব্যবস্থা করা হয়েছে মার্কেটের ভিতরে, বসানো হয়েছে স্বয়ংক্রিয় জলের পাইপ, মার্কেটের সিঁড়ি এবং প্রবেশ দ্বারও ফাঁকা করে দেওয়া হয়েছে। নতুন বিদ্যুতের ওয়ারিং সহ নতুন করে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে সিইএসসি।
দুর্গাপুজোয় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে বাগরির ব্যবসায়ীদের, এরপর কালীপুজোতেও কোনও ভাবেই আপ্রাণ চেষ্টা চালিয়েও সে ক্ষতি পূরণ করা সম্ভব হয়নি। তবে এ বছরেই যাতে মার্কেট চালু করা যায়, সে ব্যাপারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগরি মার্কেটের ব্যবসায়ীরা।