বাগরি অগ্নিকাণ্ডের প্রায় পাঁচমাস পর চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে বাগরির ঘটনায় চার্জশিট পেশ করেছে বড়বাজার থানার পুলিশ। সূত্র মারফৎ জানা গিয়েছে, বাগরি মার্কেটের দুই ডিরেক্টর রাধা বাগরি ও বরুণ বাগরির নাম রয়েছে চার্জশিটে। একইসঙ্গে চার্জশিটে নাম রয়েছে ম্যানেজার কৃষ্ণকুমার কোঠারির। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাগরি অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ওই তিন জন।
বাগরি অগ্নিকাণ্ডে চার্জশিট পেশের কথা স্বীকার করেছেন বড়বাজার থানার এক শীর্ষ পুলিশ আধিকারিক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ওই আধিকারিক বলেন, ‘‘হ্যাঁ, বাগরি অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট পেশ করা হয়েছে। ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করা হয়েছে।’’
আরও পড়ুন, বাগরি অগ্নিকাণ্ডে মালিকপক্ষের বিরুদ্ধে এফআইআর দমকলের
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে বাগরি মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। বাগরির আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকেই ফেরার মার্কেটের দুই ডিরেক্টর রাধা ও বরুণ বাগরি। তাঁদের পাশাপাশি বেপাত্তা ম্যানেজার কৃষ্ণকুমার কোঠারিও। ওই তিন জনের নামে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। একইসঙ্গে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। অভিযুক্তদের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। অগ্নিকাণ্ডের পরও এখনও অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ।
এদিকে, বাগরি মার্কেট কবে খুলবে? এ প্রসঙ্গে বাগরি মার্কেট অ্যাসোসিয়েশনের আশুতোষ সিং বলেন, ‘‘কাজ চলছে, এটুকু বলতে পারি খুব শীঘ্রই বাগরি মার্কেট খোলা হবে।’’ উল্লেখ্য, পুজোর আগে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীরা। বাগরি ছেড়ে বহু ব্যবসায়ীই অন্যত্র দোকান খুলেছেন।