TMC Worker Murder: লোকসভা ভোট (Lok Sabha Polls 2024) চলছে। কলকাতায় নির্বাচন একেবারে শেষ দফায়। তার আগে মহানগরীতে খুন এক তৃণমূলকর্মী। দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে নৃশংস এই খুনের অভিযোগ। বাগুইআটির এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় খুন তৃণমূল কর্মী সঞ্জীব দাস। শনিবার রাতে ওই এলাকায় তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শুরু হয় মারামারি। তৃণমূলকর্মী সঞ্জীব দাসকে রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এমনকী ইটের আঘাতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। জখম অবস্থায় সঞ্জীব দাস নামে ওই তৃণমূলকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালিতে ‘অস্ত্রভাণ্ডার’, মমতা চক্রান্ত তত্ত্বে সুর চড়ালেও মুখে কুলুপ অভিষেকের!
এদিকে, শাসকদলের লোকজনদের হাতে তৃণমূলেরই এক কর্মী খুনে তুমুল উত্তেজনা তৈরি হয়। এলাকার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গতরাতেই বারাবার ফোন করেছিলেন নিহতের পরিবারের সদস্যরা। দেবরাজ চক্রবর্তী ফোন ধরেননি বলে অভিযোগ। নিহতের পরিবারের অভিযোগ, খুনিদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর তথা এলাকার শাসকদলের নেতা দেবরাজ চক্রবর্তীর যোগ রয়েছে।
আরও পড়ুন- Srijan Bhattacharya: বামেরা ফিরলেই লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার? ভোট আবহে জোর চর্চায় সৃজন-উবাচ!
এদিকে, পুলিশ ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে। যদিও বিষয়টির সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি পুলিশের। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই খুন বলে দাবি পুলিশের। পুলিশের আরও দাবি, নিহত ব্যক্তির বিরুদ্ধেও থানায় ১১টি অভিযোগ রয়েছে। এমনকী অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা আছে।