Durga Puja 2025:দেবীর হাতে ট্রাম্প বধ! শারদোৎসবের শুরুতেই সাড়া ফেলে দিয়েছে এই নামী পুজো

Bengal theme puja 2025: ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিবাদে এবার তাঁকেই অসুর সাজিয়েছে এই নামী পুজো।

Bengal theme puja 2025: ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিবাদে এবার তাঁকেই অসুর সাজিয়েছে এই নামী পুজো।

author-image
Gopal Thakur
New Update
বহরমপুর দুর্গাপুজো,  খাগড়া শ্মশানঘাট সার্বজনীন পুজো,  অসুর ডোনাল্ড ট্রাম্প,  Donald Trump Asura  ,Murshidabad Durga Puja 2025,  Political theme puja West Bengal  ,Durga Puja Asura Trump  ,International politics in puja  ,Bengal theme puja 2025,  Trump effigy Durga Puja

Durga Puja 2025: ডোনাল্ড ট্রাম্পের আদলে অসুর।

Durga Puja 2025: মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট সার্বজনীন দূর্গা পুজো কমিটির পুজো মণ্ডপে এ বছর অসুরের চেহারায় দেখা মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে আমেরিকার প্রেসিডেন্ট ভারতের উপর যে শুল্কনীতি চাপিয়ে দিয়েছেন, তারই প্রতিবাদস্বরূপ তাঁরা অসুররূপে ট্রাম্পকে উপস্থাপন করেছেন।

Advertisment

পুজো মণ্ডপে দেবী দুর্গার হাতে যেমন অসুর বধের দৃশ্য থাকে, তেমনই এ বছর সেই অসুরের জায়গায় দাঁড় করানো হয়েছে ট্রাম্পকে। স্থানীয় মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন শুধুমাত্র এই ব্যতিক্রমী অসুররূপ ট্রাম্পকে এক ঝলক দেখতে।

আরও পড়ুন- Durga Puja:2025 তিন শতাব্দীর পুরনো দুর্গাপুজো ও সাদা টিকটিকির রহস্য

Advertisment

পুজো কমিটির কর্মকর্তাদের মতে, দুর্গাপুজো সবসময়ই সামাজিক বার্তা বহন করে এসেছে। সমাজের অন্যায়, অবিচার, শোষণ ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে দেবীর অসুরবধ। সেই ঐতিহ্য ধরে রেখেই তাঁরা সমকালীন রাজনীতির প্রতিফলন মণ্ডপে তুলে ধরেছেন।

আরও পড়ুন- Bangladeshi arrested:তৃণমূল নেতাকে বাবা বলে পরিচয় দিয়ে দিব্যি ভারতে বাস বাংলাদেশির, পরের ঘটনা জানলে...

তাঁদের দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের অর্থনীতির ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেছেন। তাই দেবীর হাতে অসুরবধের মধ্য দিয়েই তাঁরা এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান।

আরও পড়ুন-weekend getaway:দিঘার কাছেই কোলাহলহীন অপরূপ সাগর পাড়! অসাধরাণ এপ্রান্তে প্রাণের স্বস্তি, মনের আরাম!

এই অনন্য উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই বহরমপুর জুড়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে অভিনব শিল্পভাবনা বলে প্রশংসা করছেন, আবার অনেকে আন্তর্জাতিক রাজনীতিকে পুজো মণ্ডপে টেনে আনার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে একথা নিশ্চিত যে, খাগড়া শ্মশানঘাট সার্বজনীন দুর্গা পুজো এ বছর দর্শনার্থীদের নজর কাড়তে সমর্থ হয়েছে।

Bengali News Today Murshidabad Durga Puja 2025