Advertisment

Baharampur: রসাতলে তৃণমূলের অধীর চ্যালেঞ্জ? জোড়া-ফুলের অন্দরেই নিশানায় 'বহিরাগত' ইউসুফ পাঠান

Lok Sabha Election 2024: '২০১৪ সালে কলকাতা থেকে একজন গায়ককে এখানে দাঁড় করানো হয়েছিল। সে গোহারা হেরেছিলেন। অধীরবাবু রেকর্ড ভোটে জিতেছিলেন। এবার বহিরাগত ক্রিকেটারকে টিকিট দেওয়া হল। ইউসুফ পাঠান হেরে যাবেন। মানুষ এসব মানবে না।'

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mp yusuf pathan moves gujrat high court

Yusuf Pathan: তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।

TMC Candidate Yusuf Pathan: আসন্ন লোকসভা ভোটের জন্য তৃণমূল প্রার্থী তালিকায় এবার অন্যতম চমক ইউসুফ পাঠান। বহরমপুরে অধীর মিথ ভাঙতে জোড়-ফুলের বাজি ভারতীয় দলের প্রাক্তন এই ওলরাউন্ডার। কিন্তু ভোট ময়দানে 'খেলা' শুরুর আগেই অস্বস্তির ইঙ্গিত। গুজরাটের বাসিন্দা ইউসুফকে আগেই 'বহিরাগত' বলে তকমা দিয়েছিল বিজেপি। এবার তৃণমূলের অন্দর থেকেই ইউসুফ পাঠানকে 'বহিরাগত' বলে দেগে দেওয়া হচ্ছে। আড়ালে-আবডালে নয়,কলকাতায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বহুমায়ুন কবির সোজাসাপটাই বহরমপুরের দলীয় প্রার্থীকে 'বহিরাগত' বলে সোচ্চার হয়েছেন। অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গোহারা হারবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন হুমায়ুন।

Advertisment

দলের প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, 'একবার বলতে পারত। আলোচনা করতে পারত। যদি বলত ওকেই মেনে নিতে হবে, মেনে নিতাম। কিন্তু যে ভাবে বহিরাগত প্রার্থী আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা মানতে পারব না।' এরপরই বিস্ফোরক হুমায়ুন বলেন, 'দলের এই সিদ্ধান্ত আমার কাছে অবমাননাকর। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব। নির্বাচনটা ঘোষণা হোক। তার পর দেখাচ্ছি কী করতে পারি। দরকার হলে নিজে দল তৈরি করে তার টিকিটে বহরমপুর থেকে প্রতিদ্বন্দিতা করব।'

আরও পড়ুন- Suvendu Adhikari: লাগু সিএএ, মুসলিম চাচা-ভাই-বোনদের কী বললেন শুভেন্দু অধিকারী?

অর্থাৎ, ইউসুফের থেকে তিনি অধীরের বিরুদ্ধে যোগ্য প্রার্থী বলে দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এখানেই থামেননি তিনি। বলেছেন, 'অধীর চৌধুরীর বাড়তি সুবিধা করে দিলেন দিদি। আমাকে পছন্দ নাই হতে পারে, তাহলে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে প্রার্থী করতে পারা যেত। কারণ ওকে সকলে চেনে। ইউসুফ পাঠান তো বহরমপুরের ম্যাপ, লোকজন কাউকে চেনেন না। ২০১৪ সালে কলকাতা থেকে একজন গায়ককে এখানে দাঁড় করানো হয়েছিল। সে গোহারা হেরেছিলেন। অধীরবাবু রেকর্ড ভোটে জিতেছিলেন। এবার বহিরাগত ক্রিকেটারকে টিকিট দেওয়া হল। ইউসুফ পাঠান হেরে যাবেন। মানুষ এসব মানবে না।'

আরও পড়ুন- yusuf-Kirti-Shatrughna: ‘ইউসুফ-কীর্তি-শত্রুঘ্নদের ভোট নয়’, তৃণমূলকে ‘টাইট’ দিতে ‘জমাটি কায়দায়’ মাঠে কারা জানেন?

ভোট ঘোষণা হলে ইতিহাসখ্যাত বহরমপুরে প্রচার শুরু করবেন ইউসুফ পাঠান। কিন্তু, তার আগেই বড় ড্যামেজ প্রাক্তন ক্রিকেটার ইউসুফের ভোট ময়দানে।

Humayun Kabir Murshidabad Yusuf Pathan tmc loksabha election 2024 Adhir Ranjan Chowdhuri
Advertisment