Advertisment

'মহুলের জীবনেও যেন একটা শোভন আসে', নিজের মতোই মেয়েকে দেখতে চান বৈশাখী

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও সংবাদমাধ্যমে অকপট বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Baisakhi Banerjee talk about her relation with Sovon Chatterjee

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের একবার অকপট বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও সংবাদমাধ্যমে অকপট বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কোনও রাখঢাক না রেখেই জানালেন, ভবিষ্যতে তাঁর মেয়ে মহুলও যদি তাঁর মতোই লিভ ইন সম্পর্ককে বেছে নেয় তাতেও তাঁর কোনও আপত্তি থাকবে না।

Advertisment

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এত কিছুতেও শোভনের সঙ্গে বৈশখীর সুখী গৃহকোণ অটুট। বরং দিন যত যাচ্ছে তা আরও রঙিন হচ্ছে। বারেবারে সেকথাই জানান দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না শোভন বা বৈশাখী কেউই। মেয়ে মহুলকে নিয়ে শোভনের সঙ্গে ভালোই দিন কাটাচ্ছেন বৈশাখী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শোভন-বান্ধবী। সেই সাক্ষাৎকারেই নানা কথা উঠে এসেছে। বাদ যায়নি তাঁর মেয়ের প্রসঙ্গও।

শোভনের সঙ্গে সহবাসে কোনও গ্লানি নেই বৈশাখীর…

বৈশাখীর কথায়, "এই সহবাসে কোনও গ্লানি নেই। আমার বিয়ের দু'মাসের মধ্যেই এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে আমার আর কোনওদিনও স্বাভাবিক সংসার হবে না। বয়ফ্রেন্ড যখন স্বামী হল তখনই বুঝেছি আমার জীবন ওলোটপালট হয়ে গেল। আমাকে না খেতে দিয়ে রেখে দিতে পারো কিন্তু না ভালোবেসে রেখে দিলে আমি নিতে পারি না।"

মেয়ে মহুলেরও জীবনেও যেন একটা শোভন আসে…..এটাই চান বৈশাখী

"মহুল এখন অনেক ছোট। আমি শোভনকে বলি, ও পাল্টা বলে পুরো পাগলি একটা। আমি ওকে মাঝে মধ্যেই বলি আমার জীবনে যেমন তুমি আছো, তেমনই ওর জীবনেও যেন একটা শোভন থাকে। আমি আদৌ জানি না যে ও একটা ছেলেকে বিয়ে করবে কিনা। হতেই পারে ওর কোনও মেয়েকে ভালো লেগে গেল। এটা ওর জীবন। আমি কোনওদিন ওর ওপর কিছু চাপিয়ে দিইনি। আমি যেমন স্বামী পেয়েছিলাম ও তেমন পাক, এটা চাই না। শোভনের মতো কোনও পার্টনার ওর জীবনে আসুক। ওই সম্পর্কটা নিয়েই ও আনন্দে কাটাতে পারবে।"

আরও পড়ুন- অভিষেকের হাতেই বড় মা’র নয়া মন্দিরের উদ্বোধন, নতুন মূর্তির প্রতিষ্ঠা পুজোয় নজরকাড়া আয়োজন

নিজের মেয়ের স্কুলে পেরেন্ট-টিচার্স মিটিংয়ে শোভন যত না গেছেন তার চেয়ে বেশি যান মহুলের ক্ষেত্রে...

বৈশাখীর কথায়, "শোভন ওর নিজের মেয়ের পেরেন্টস-টিচার্স মিটিংয়ে যত না গেছে, মহুলের ক্ষেত্রে তার চেয়ে বেশি গেছে। আমি ওকে প্রশ্ন করলে ও বলে, বৈশাখী যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে সেদিন আমি একটু রেস্ট নেব। মহুলের জন্য শোভন বাবার চেয়েও বেশি।"

Baisakhi Banerjee Sovon Chatterjee Sovon-Baisakhi West Bengal
Advertisment