Advertisment

রেশন দুর্নীতিতে জামিন, বিশেষ ইডি আদালতের নির্দেশে স্বস্তি পেলেন কারা?

Ration Scam: রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে আষ্ঠেপৃষ্টে জড়িত বলে দাবি ইডির। সেই দুর্নীতিতেই এবার তিনজনের জামিন মঞ্জুর করল আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bakibur Rahman and 3 others get bail on ration scam, রেশন দুর্নীতি, জামিন, ইডি, বাকিবুর রহমান

প্রতীকী ছবি।

Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে এই প্রথম জামিন। রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাস। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মঙ্গলবার এই তিনজনের জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত।

Advertisment


রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। সরকারি রেশন অন্যত্র পাচারের অভিযোগ-সহ পাহাড়-প্রমাণ দুর্নীতির সঙ্গে বাকিবুর রহমানের যোগ ছিল বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। বাকিবুরকে দফায়-দফায় জেরায় গুরুত্বপূর্ণ একাধিক তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। সেই রাকিবুর রহমানকে বিশেষ ইডি আদালত জামিন দিয়েছে।

একইভাবে রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের। তার সঙ্গেও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয়েছিল ইডির অফিসারদের। কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় কোনও মতে শঙ্কর আঢ্যকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি। সেই শঙ্কর আঢ্যকেও আজ জামিন দিয়েছে আদালত।

অন্যদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় পরবর্তী সময়ে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নাম জড়ায়। ফেব্রুয়ারি মাসে বিশ্বজিৎ দাসকেওইডি গ্রেফতার করেছিল। তাকেও এদিন জামিন দিয়েছে আদালত। তবে রেশন দুর্নীতিতে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, বিশ্বজিৎ দাসেরা জামিন পেলেও এখন জেলেই রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানরা।

ED Jyotipriyo Mallick Ration Scam Bakibur Rahman
Advertisment