Advertisment

সুদ-সিকিউরিটি ছাড়াই বালুর স্ত্রী-মেয়েকে ৯ কোটি ঋণ বাকিবুরের! ইডি-র হাতে চাঞ্চল্যকর তথ্য

বাকিবুরকে নাকি চেনেনই না জ্যোতিপ্রিয়, তাই মন্ত্রীর সঙ্গে বাকিবুরের গভীর সম্পর্ক বোঝালেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bakibur Rahman gave 9 crore loan to Jyotipriya Mallicks wife and daughter without interest security says Ed officials , জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়েকে সুদ সিকিউরিটি ছাড়াই ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর রহমান দাবি ইডি গোয়েন্দাদের

জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান।

রেশন দুর্নীতির তদন্তে নেমে পরতে পরতে রহস্য খুঁজে পাচ্ছেন ইডির গোয়েন্দারা। প্রাক্তন খাদ্যমন্ত্রী ও ধৃত চাল ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পর্ক কতটা গভীর তা জানাতে গিয়েই আদালতে চাঞ্চল্যকর দাবি করলেন ইডির আইনজীবী। এই দুর্নীতি মামলায় মন্ত্রী ও বাকিবুরের জেরা চলছে। আদালতে ইডির আইনজীবীর দাবি, সেই জেরাতেই সামনে এসেছে মারাত্মক বিষয়। তদন্তে দেখা যাচ্ছে, সুদ এবং সিকিউরিটি ছাড়াই মন্ত্রী জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়েকে নাকি ৯ কোটি ঋণ দিয়েছিলেন বাকিবুর। এখনও পর্যন্ত সেই ঋণের কানাকড়িও মেটানো হয়নি।

Advertisment

কেন এই ঋণ দান? নেপথ্যে গভীর রহস্য রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার রেশন দুর্নীতি মামলায় ধৃত চাল ব্যবসায়ী বাকিবুর রহমানকে আদালতে তোলা হয়েছিল। ঋণের কথা বলে বাকিবুরের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। শেষপর্যন্ত এদিন ২২ নভেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজত মঞ্জুর হয়েছে। চাইলে জেলে গিয়েও এবার তাঁকে জেরা করতে পারবেন ইডি-র গোয়েন্দারা।

নিজের দাবির সপক্ষে এদিন আদালতে একাধিক নথিও পেশ করেছেন ইডির আইনজীবী। ইডির দাবি,, খুব ঘনিষ্ঠতা না থাকলে কেন কেউ কোনও কাগজ ছাড়াই অচেনা কাউকে ৯ কোটি টাকা ঋণ দেবে?

ইডির সূত্রের খবর, রেশনের দুর্নীতির কালো টাকা সাদা করতে ভুয়ো কৃষক সংগঠন তৈরি করা হয়েছিল। কৃষকদের নামে রয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যা অনেকটাই নাকি নিয়ন্ত্রণ করতেন চাল ব্যবসায়ী বাকবুর।

উল্লেখ্য, 'ফার্মারস ফোরাম' নামে একটি কৃষক সংগঠন গড়ে তোলা হয়েছিল এ রাজ্যে। তখন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকই। এই কৃষক সংগঠনের নেতৃত্বে ছিলেন চালকল মালিক বাকিবুর রহমান।

রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির গোয়েন্দারা বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন বলে জানা গিয়েছে। যার মধ্য়ে রয়েছে তাঁর একাধিক সংস্থা। ইডি সূত্রে দাবি, ৬টি এমন সংস্থার রয়েছে যেখানে আটা বণ্টন দুর্নীতির টাকা ঢুকেছিল। এর মধ্য়ে উল্লেখযোগ্য এনপিজি রাইসমিল প্রাইভেট লিমিটেড। এই সংস্থায় ঢুকেছিল ১০ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা। সূত্রের খবর, জ্য়োতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের গ্রেফতারির পর খাদ্য় দফতরের পোর্টালে এই সংস্থাকে হোল্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও কলকাতা , রাজারহাট ও এ রাজ্যে বাকিবুরের ৯ টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে বলে খবর। দুবাইতেও তাঁর নাকি ২টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলেও দাবি ইডি সূত্রের।

আরও পড়ুন- বিস্ফোরক জ্যোতিপ্রিয়র পরিচারক রামস্বরূপ, রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়

Enforcement Directorate Jyotipriyo Mullick Jyotipriyo Mallick Ration Scam Bakibur Rahman
Advertisment