চটুল বাংলা ও হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ, সেই ভিডিও ভাইরাল হতেই সংবাদ শিরোনামে জলপাইগুড়ি জেলা তৃণমূলের ব্লক সভাপতি নয়ন দত্ত। শুধু নাচ করেই ক্ষান্ত হননি তিনি, সঙ্গে বিকৃত অঙ্গভঙ্গি করে বদ্ধ ঘরেই দিলেন তৃণমূলের স্লোগান। এই ঘটনায় তোলপাড় জেলার রাজনীতি। শাসক দলের নেতার এই উদ্দাম নাচকে তৃণমূলের 'অপসংস্কৃতি' বলে কটাক্ষ করেছে বিজেপি।
কখনও 'খাইকে পান বানারস ওয়ালা' আবার কখনও 'দয়ালবাবা কলা খাবা' গানের সঙ্গে কোমর দুলিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি নয়ন দত্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বদ্ধ ঘরে বাবু ঘরানায় খাটের উপর নীল পাঞ্জাবি আর সাদা পায়জামায় কোমরে মোচড় দিয়ে নাচছেন নয়ন দত্ত। খাটের নরম গদির উপর সাদা চাদর পাতা। খাটের নীচে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন। নেতার নাচের সঙ্গে সঙ্গে বাহবা দিচ্ছেন তারা। এর মাঝেই ওই তৃণমূল নেতা কখনও জিভের নীচে দুটো আঙুল দিয়ে সিটি দিচ্ছেন। নাচ শেষের পর দলের নামে জিন্দাবাদ স্লোগান তোলেন।
এই বিষয়ে বানারহাট তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি নয়ন দত্তের দাবি, এই ভিডিওটি বেশ পুরনো। এখন কেউ বা কারা তাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটি নতুন করে বাজারে ছেড়েছে। এই উদ্যাম নৃত্য প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা কমলেশ সিংহ রায় বলেছেন, 'তৃণমূল নেতা যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে উদ্যাম নৃত্য করলেন এটাই তৃণমূলের সংস্কৃতি। কাটমানি, তোলাবাজি, ধর্ষণ, রাহাজানির পর তৃণমূল এবার রাজ্যে অপসংস্কৃতি আমদানী করছে।'
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যাযের সাফাই, 'বানারহাটের ব্লক সভাপতি নয়ন দত্ত জনপ্রিয় গানের সঙ্গে নাচছেন। কেউ যদি তাঁর ব্যক্তিগত পরিসরে নাচ গান করেন সেটা কোনও অন্যায় নয়।'