Advertisment

Premium: ঘাবড়ে যাচ্ছেন? বাংলার অত্যন্ত জনপ্রিয় এই রেলস্টেশন আর ক'দিনেই এমন হতে চলেছে!

Eastern Railway: ভারতীয় রেলের মুকুটে শীঘ্রই জুড়তে চলেছে আরও এক সোনালী গৌরবের পালক। ইতিমধ্যেই এব্যাপারে একটি মাস্টারপ্ল্যান মতৈরি করে ফেলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কীভাবে বৃহৎ এই পরিকল্পনার রূপায়ন হতে পারে সেব্যাপারে আলোচনাও শুরু হয়ে গিয়েছে রেলমন্ত্রকে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Bandel will be redeveloped as a station with world class facilities

Eastern Railway: অভূতপূর্ব উদ্যোগ পূর্ব রেলের।

station with world class facilities: বাংলার এই ব্যস্ততম স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তুলতে চায় রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল স্টেশনের আধুনিকিকরণের সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একেবারে আন্তর্জাতিক স্তরের সুবিধা দিয়ে নতুন করে গড়ে তোলা হবে ব্যান্ডেল স্টেশন। রেলের তরফে প্রকল্প বাস্তবায়নের পর ব্যান্ডেল স্টেশনটির ছবি ঠিক কেমন হবে তাও প্রকাশ করা হয়েছে। যা দেখে প্রশংসার ঝড় বইছে।

Advertisment

ব্যান্ডেল স্টেশন কলকাতা শহরতলির নেটওয়ার্ক, হাওড়া/শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-দিল্লি প্রধান লাইন রুটের জন্য একটি জংশন স্টেশন হিসাবে কাজ করে। বর্তমানে, এই স্টেশনের ৮০ শতাংশ যাত্রী শহরতলির। যাঁরা দৈনন্দিন কাজে লোকাল ট্রেনে চড়েন। রেলের তরফে জানানো হয়েছে, একটি কোচিং ডিপো তৈরি করা হবে। প্রায় ৩০ লক্ষ জনসংখ্যার জন্য এখান থেকে ৫-৬টি মেল/এক্সপ্রেস ট্রেন চালু করা যেতে পারে।

ব্যান্ডেলকে বিশ্বমানের স্টেশন করার জন্য এর পুনঃউন্নয়ন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:

১. আরও ৫০ বছরের চাহিদা মেটাতে সুবিধা সহ আইকনিক স্টেশন বিল্ডিং।

২. এখানে থাকবে প্রশস্ত কনকোর্স/রুফ প্লাজা সংযোগকারী টার্মিনাল বিল্ডিং। প্ল্যাটফর্মে সমস্ত প্রয়োজনীয় সুবিধা যেমন ফুড কোর্ট, এটিএম, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, ফার্মেসি, ইন্টারনেট, ওয়াশ রুম থাকবে ইত্যাদি।

৩. শহরের উভয় দিকের একত্রীকরণ। (ইয়ার্ডের উভয় পাশে স্টেশন বিল্ডিং)

৪. দিব্যাঙ্গজন এবং প্রবীণ নাগরিক বান্ধব সুবিধা।

আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকের বিরুদ্ধেও মামলা, সহচালকের বরাতজোরে প্রাণে বাঁচার গল্প চমকে দেবে!

publive-image
রেলের তরফে দেওয়া ছবি। এটিই ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণের পর প্রস্তাবিত রূপ।

৪. পর্যাপ্ত পরিচালন এলাকা

আরও পড়ুন- Air cooler in Govt. School: অসহনীয় গরমে এ যেন স্বপ্নের স্বস্তি! এবার সরকারি স্কুলেও এয়ারকুলার

৫. নতুন স্টেশন বিল্ডিংটিতে মোট ১২টি লিফট এবং ২০টি এসকেলেটর থাকবে। মোট পার্কিং এরিয়া হবে ১৫ হাজার ৭৯১ বর্গ মিটারের। স্টেশন বিল্ডিংয়ের এলাকা প্রায় ২৩ হাজার ৪৭৩ বর্গমিটারের কভারেজ। এছাড়া বাণিজ্যিক এলাকা, রুফ প্লাজা, ফুড প্লাজা, পৃথক প্রস্থান/অ্যারাইভাল লাউঞ্জ ইত্যাদি সহ সমস্ত সুযোগ-সুবিধা সমৃদ্ধ হবে। এই স্টেশনটিকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।

publive-image
রেলের দেওয়া ছবি।

আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident: হল না শেষ রক্ষা! চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মর্মান্তিক মৃত্যু ফুটফুটে শিশুকন্যার

West Bengal Bandel Jn Bandel indian railway Hooghly
Advertisment