Advertisment

SUCI-এর বনধ, ব্যাহত ট্রেন চলাচল, পথ আটকে বিক্ষোভে পুলিশের সঙ্গে তুমুল বচসা

RG Kar Case: গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা ৪০ মিনিট ধরে কার্যত তাণ্ডব চালিয়েছে উন্মত্ত যুবকের দল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরজি কর হাসপাতালের এইচসিসিইউ, সিসিইউ ইউনিট, জরুরি বিভাগ। পুলিশ, সংবাদামাধ্যমের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনাও সামনে এসেছে। সেই ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল SUCI।

author-image
IE Bangla Web Desk
New Update
bandh called by SUCI to protest vandalism at RG Kar Hospital has ripple effect, এসইউসিআই বনধ, আরজি করে ভাঙচুর

SUCI-Bandh: বনধ সফল করতে পথে এসআইসিআই কর্মী-সমর্থকরা।

SUCI-Bandh: আরজি কর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ। SUCI-এর ডাকে এই বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়েছে রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের বচসার ছবি সামনে এসেছে। বনধের প্রভাব পড়েছে ট্রেন এবং গাড়ি চলাচলে।

Advertisment

গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা ৪০ মিনিট ধরে কার্যত তাণ্ডব চালিয়েছে উন্মত্ত যুবকের দল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরজি কর হাসপাতালের এইচসিসিইউ, সিসিইউ ইউনিট, জরুরি বিভাগ। পুলিশ, সংবাদামাধ্যমের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনাও সামনে এসেছে।

আরজি কর হাসপাতালের এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল SUCI। শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ুতে বনধ সমর্থকরা রাস্তায় নামেন। একইভাবে বিক্ষোভ চলে দক্ষিণ বারাসতেও। জয়নগর স্টেশনের কাছে ওভারহেডের তারে কলাপাতা দিয়ে দেওয়ার কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

publive-image
বনধ সমর্থকদের বোঝানোর চেষ্টা পুলিশের। দক্ষিণ ২৪ পরগনার বহড়ুর ছবি।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে ভাঙচুর-পুলিশকে মার, ধৃত বেড়ে ১৯, দুরন্ত কায়দায় জালে ৫

publive-image
বনধ সমর্থকদের সঙ্গে বচসা পুলিশের।

আরও পড়ুন- RG Kar: আরজি কর কাণ্ডে সুনামি গতিতে ছড়াচ্ছে প্রতিবাদের আগুন, দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা স্তব্ধের ডাক IMA-র

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বনধ সমর্থকদের। শুক্রবার সকালে বনধ সফল করতে রায়গঞ্জে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন SUCI-এর কর্মী-সমর্থকরা। রায়গঞ্জে মহাত্মা গান্ধী রোডে বিক্ষোভ SUCI কর্মী-সমর্থকদের। বনধের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটেও।

West Bengal Strike SUCI RG Kar Medical College
Advertisment