ময়নায় বিজেপি নেতা খুনের প্রতিবাদে বনধের ডাক। আগামিকাল পূর্ব মেদিনীপুরের ময়নায় ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির। এরই পাশাপাশি পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত ১০০ জায়গায় পথ অবরোধের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জেলার পুলিশ সুপারের পরিকল্পনাতেই তৃণমূল তাঁদের দলের নেতাকে খুন করেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সোমবার রাতে তাঁদের দলের বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে, এই ঘটনার পর থেকে থেকে দফায়-দফায় উত্তেজনা ছড়ায় ময়নায়। পথ অবরোধ-রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছে শাসকদল ও জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। দলীয় নেতা খুনের প্রতিবাদে কাল ১২ ঘণ্টার ময়না বনধের ডাক বিজেপির। এরই পাশাপাশি এই খুনের সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে নিহতের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের হাসপাতালে করানোরও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত ময়নায় বিক্ষোভ-অবরোধ বিজেপির
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "কাল ১২ ঘণ্টার বনধ। কাল পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত ১০০ জায়গায় অবরোধ হবে। ৪ তারিখ ময়নায় প্রতিবাদ মিছিল হবে। নিহতের পরিবারের দায়িত্ব নিচ্ছি। সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। পুলিশ ভয় দেখিয়ে দল বদল করাচ্ছে। এটা একটা বড় ষড়যন্ত্র। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্ত চাই। সিবিআই তদন্ত করতে হবে। আইনি লড়াই করে অধিকার ছিনিয়ে নেব।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে এই প্রথম কোথাও খুনিদের কাছ থেকে দেহ সংগ্রহ করল মমতার পুলিশ। ঘুরপথে দেহ নিয়ে গেছে পুলিশ। খুন করে বডি পুলিশকে দিয়েছে খুনিরা। গোটা জেলা কাল স্তব্ধ হবে। বেছে বেছে তফসিলিদের খুন করছে। এসপি অমরনাথের পরিকল্পনায় এটা করেছে।"