Santanu-Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দোপাধ্যায়। মঙ্গলবার শান্তনুর জামিন মজুর করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ বেশ কিছু শর্তশাপেক্ষে তার জামিন মঞ্জুর করে।
জামিন মিললেও এখনই জেলের বাইরে বেরোতে পারবেন কী এই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইডি মামলায় জামিন পেলেও আজই শান্তনুকে বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর কথা। শান্তনুর সঙ্গে এদিন আদালতে হাজির করানো হবে কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। মঙ্গলবার দুজনে ফের নিজেদের ফেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।
মোদী সরকারের 'জিরো টলারেন্স' নীতি সারা বিশ্বে প্রশংসিত, ২৬/১১- হামলার স্মৃতিচারণ
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মূল চক্রী তাপস মন্ডলকে জেরা করে উঠে আসে কুন্তল ও শান্তনুর নাম। এরপরই ২০২৩ সালের ১০ মার্চ গ্রেফতার হয় হুগলির এই দাপটে তৃণমূল যুব নেতা। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। ইডি চার্জশিটে দাবি করে ২৬ জনকে চাকরি পাওয়ার নাম করে ১ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি তোলে শান্তনু। পরে সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করার চেষ্টা করেন তিনি। চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে শান্তনু ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছে।