Bangladesh News: বাংলাদেশে এবার নয়া 'গেমপ্ল্যান' সংখ্যালঘুদের? কট্টরবাদীদের মোকাবিলায় নয়া দল BMJP

Bangladesh News: বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বিএমজেপি-কে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেছে।

Bangladesh News: বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বিএমজেপি-কে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
BMJP Bangladesh

বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে বিরাট স্বীকৃতি বিজেএমপির, নির্বাচনের আগে হাসিনার ফেরা নিয়ে জোর চর্চা

Bangladesh News: বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বিএমজেপি-কে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেছে। 

Advertisment

বাংলাদেশের প্রথম শ্রেণির সংবাদপত্র প্রথম আলো অনুসারে ২০১৭ সালে (বিএমজেপি) প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে দলের তরফে কমিশনের কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলেও সেই  আবেদন গৃহীত হয়নি। দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল দলের অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। 

বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। গত বছরের ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভের পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। বর্তমানে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাঁধে দেশের গুরুদায়িত্ব। প্রায় ছয় মাস আগে, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচনের বিষয়ে একটি বড় ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমেই অনুষ্ঠিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন শেখ হাসিনা কি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?

শেখ হাসিনা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?

Advertisment

বাংলাদেশে অভ্যুত্থানের পর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় প্রশ্ন হল, শেখ হাসিনা কী ভারতে থেকে বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? নাকি কেবলমাত্র হাসিনার দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? শেখ হাসিনার দল যদি বাংলাদেশে নিষিদ্ধ না হয়, তাহলে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রকৃতপক্ষে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ছাত্র বিক্ষোভ এবং ছাত্র মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। এমন পরিস্থিতিতে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে যান তাহলে প্রথমেই হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এমনকী হাসিনার জেলও হতে পারে।

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে চলছে তোলপাড়। নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। এর মাঝেই উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন  অনুসারে বিএমজেপির প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। তবে এখন আদালতের নির্দেশে মিলেছে স্বীকৃতি।  

এ প্রসঙ্গে BMJPর প্রেসিডেন্ট সুকৃতিকুমার মণ্ডল বলেন, ‘আজ স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে পারব। এই স্বীকৃতিলাভের ফলে বাংলাদেশের ৩ কোটি সংখ্যালঘু রাজনীতি করার অধিকার পেল। আমাদের প্রতীক 'স্পেস শাটল'।’  এদিকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা BMJPর রঙ ও নকশা অবিকল ভারতীয় জনতা পার্টির মত বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। 

Bangladesh