Bangladesh Crisis: শেখ হাসিনা সরকার উৎখাতের পরেও বাংলাদেশে অশান্তি থামছে না। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হাসিনার দল আওয়ামি লিগের নেতা-কর্মী, তাঁদের পরিবার এবং সংখ্যালঘু হিন্দুরা। গত কয়েক দিন ধরে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করছেন বলে খবর আসছে। বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন হিন্দুরা। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছাড়ার হিড়িক পড়েছে, তবে সীমান্তে কড়া প্রহরা রয়েছে বিএসএফ-এর। সবাইকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হচ্ছে।
এদিকে, এরই মধ্যে আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের এক সদস্যকে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে আবদুল কাদের নামে ওই ছাত্রলিগ নেতাকে পাকড়াও করে। ধৃতকে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।
বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অস্থিরতার আবহে দেশ ছেড়ে পালাচ্ছেন আওয়ামি লিগের হবু নেতা-কর্মী। কোনওভাবে লুকিয়ে ভারত ঢুকে বিভিন্ন গ্রামে গা-ঢাকা দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে কড়া নজরদারি রয়েছে বিএসএফ-এর। গোপন সূত্রে খবর মেলে, রঘুনাথগঞ্জ থানা এলাকায় বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে ৪ দিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন কাদের। এর পরেই বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা গ্রামে তল্লাশি চালিয়ে তাঁকে পাকড়াও করে।
ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাদের জেরায় জানিয়েছে তাঁর বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন রক্তক্ষয়ী হয়ে ওঠার পর থেকে তিনি ভারতে গা-ঢাকা দেন। বাংলাদেশ ছাড়েন ৬ আগস্ট। সড়ক, জল এবং এমনকী বেশ কিছুটা পথ সাঁতরে মুর্শিদাবাদ লাগোয়া চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন কাদের।
আরও পড়ুন মুখে ‘জয় শ্রীরাম’, ‘হাসিনা জিন্দাবাদ’ স্লোগানে ভারতে ঢোকার মরিয়া চেষ্টা বাংলাদেশিদের