Advertisment

ঘরের দোরে গিয়েও আটকে কয়েকশো টন পেঁয়াজ, ভারত মুখ ফেরাতেই কপাল চাপড়াচ্ছে বাংলাদেশ!

দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। পড়শি বাংলাদেশে তো পেঁয়াজের আগুন দামে হাতে ফোসকা পড়ার জোগাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh is in big trouble due to the ban on onion export from India

Bangladesh India: বাংলাদেশে শুরু হয়েছে 'ইন্ডিয়া আউট' বা ভারতীয় পণ্য বর্জনের প্রচার। (ফাইল ছবি)

মহার্ঘ্য পেঁয়াজ! দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। পড়শি বাংলাদেশে তো পেঁয়াজের আগুন দামে হাতে ফোসকা পড়ার জোগাড়। বাংলাদেশ পেঁয়াজের জন্য মূলত ভারতের উপরেই নির্ভর করে। এবার দেশের ভাঁড়ারে টান পড়ায় বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ রেখেছে ভারত সরকার। সেই কারণেই মহারাষ্ট্রের নাসিক থেকে যাওয়া কয়েকশো টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকার মুখেই আটকে আছে।

Advertisment

উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তে কমপক্ষে ৩৫টি ট্রাকে আটকে রয়েছে কয়েকশো টন পেঁয়াজ। গত প্রায় দু'সপ্তাহ ধরে ট্রাকগুলি আটকে রয়েছে। রাজ্যে রাজ্যে পেঁয়াজের দামে আগুন। কলকাতা, শহরতলি ও জেলাগুলিতে ৬০-৭০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। অন্যান্য রাজ্যেও ক্রমেই চড়ছে পেঁয়াজের দাম। দেশের বাজারে পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে সম্প্রতি বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- কথা দিয়েও বিয়ে করতে এলেন না প্রেমিকা, বরের বেশেই যুবক যে কান্ড বাধালেন…

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রথমেই রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই জেরে বাংলাদেশ সরকার বেশ বিপাকে পড়ে গিয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে বাংলাদেশে পেঁয়াজ যায়। চুক্তি থাকলেও কেন্দ্রের সিদ্ধান্তে চূড়ান্ত বিপত্তি তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ পেঁয়াজের গাড়ি ঢোকে।

আরও পড়ুন- Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক 

তবে এবার বাংলাদেশে ঢোকার মুখে এরাজ্যেই আটকে রয়েছে সেই গাড়ি। গত প্রায় ১০-১২ দিন ধরে কমপক্ষে ৩৫টি গাড়িতে কয়েকশো টন পেঁয়াজ আটকে রয়েছে সীমান্তে। গাড়িতে থেকেই পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কায় কপাল চাপড়াচ্ছেন ব্যবসায়ীরা।

Bangladesh India West Bengal onion price
Advertisment