গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃত্যু হয়েছে বলে দাবি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, নিখোঁজ সাংসদের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে খুনের তত্ত্ব।
নিউ টাউনে 'রহস্যমৃত্যু' বাংলাদেশের নিখোঁজ সাংসদ আনোয়ার উল আজিমের। চলতি মাসের ১২ তারিখ কলকাতায় চিকিৎসার জন্য আসেন তিনি। এরপর সেখান থেকে নিউ টাউন এর একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। পুলিশের প্রাথমিক সন্দেহ 'খুনই' হয়েছেন আনোয়ার উল আজিম।
চলতি মাসের ১২ তারিখ কলকাতায় চিকিৎসার জন্য এসে নিখোঁজ হন তিনি। বাড়ির লোকে বার বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন নি। এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ সাংসদের অন্তর্ধান রহস্যে তদন্তে নেমেছে বিধাননগর কমিশনরেটের গোয়েন্দারা।
পুলিশ সূত্রে খবর, তিনি যখন নিউটাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন তার সঙ্গে ছিলেন একজন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন। তবে কারা খুন করল, কেনই বা খুন করল এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজ।
বাংলাদেশের গোয়েন্দা বিভাগও এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বুধবার সকালে উদ্ধার তাঁর মৃত্যুর খবর সামনে এসেছে। আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদ। কীভাবে তাঁর মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য। উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। পরপর তিনবার সাংসদ হন।