Muhammad Yunus China Visit: আম-কাঁঠাল খাইয়ে চিনা প্রেসিডেন্টের মন জয়ে মরিয়া ইউনূস, বিনিয়োগ টানার 'নয়া কৌশল' জোর চর্চায়

Muhammad Yunus China Visit: চার দিনের চিন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ইউনূসের সফরসঙ্গী সরকারের একাধিক হেভিওয়েট। তাঁর এই সফরের আসল উদ্দেশ্য হল চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা।

Muhammad Yunus China Visit: চার দিনের চিন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ইউনূসের সফরসঙ্গী সরকারের একাধিক হেভিওয়েট। তাঁর এই সফরের আসল উদ্দেশ্য হল চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Muhammad Yunus China Visit:  with mangoes and jackfruit

আম-কাঁঠাল খাইয়ে চিনা প্রেসিডেন্টের মন জয়ে মরিয়া ইউনূস, বিনিয়োগ টানার 'নয়া কৌশল' জোর চর্চায়

Muhammad Yunus China Visit:চার দিনের চিন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ইউনূসের সফরসঙ্গী সরকারের একাধিক হেভিওয়েট।  তাঁর এই সফরের আসল উদ্দেশ্য হল চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা। কিন্তু এখন সংবাদ শিরোনামে উঠে এসেছে আম-কাঁঠাল প্রসঙ্গ।  

Advertisment

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার সময় ইউনূস তাঁকে বাংলাদেশের আম এবং কাঁঠাল উপহার হিসাবে দিয়েছেন। সূত্রের খবর বাংলাদেশের আম এবং কাঁঠাল চেখে দেখেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও বাড়ানোর একাধিক উপায় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ-চিনের মধ্যে। 

তীব্র কম্পনে ভয়ঙ্কর মৃত্যুমিছিল! 'চোখে জল' প্রধানমন্ত্রী মোদীর

দুই দেশের প্রধানের আলোচনায় উঠে আসে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ। এবিষয়ে চিনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ইউনূস। পাশাপাশি চিনা প্রাসিডেন্টের সঙ্গে আলাপ-আলোচনাকালে উঠে আসে বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের কথাও। ইউনূস সেই বিক্ষোভকে "নতুন বাংলাদেশ" গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। চিনের সঙ্গে বাংলাদেশের পুরনো সম্পর্কের কথা স্মরণ করে ইউনূস বর্তমানে চিনের সঙ্গে সম্পর্ক আরও জোর দার করার চেষ্টা চালাচ্ছেন। 

Advertisment

ইউনূসের এই সফরকালীন সময় বাংলাদেশে নবিনিয়োগ টানতে একাধিক চিনা বড় কোম্পানির সিইওদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সাথেও দেখা করবেন ইউনূস।

ফের একবার মোদী বন্দনায় ট্রাম্প, ইউনূসের চিন সফরের মাঝেই ভারতের প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা

Xi Jinping Muhammad Yunus