Bangladesh News : বর্বরতার চরম পর্যায়ে ইউনূস সরকার, প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতেও চোখরাঙানি

Bangladesh News : বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে স্টল ভাংচুর। সামনে এল ইউনূস আমলে বাংলাদেশের মৌলবাদীদের তান্ডবের ভয়ঙ্কর ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh book fair

বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার

Bangladesh News : বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে স্টল ভাংচুর। সামনে এল ইউনূস আমলে বাংলাদেশের মৌলবাদীদের তান্ডবের ভয়ঙ্কর ছবি। 

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ঢাকায় একুশে বইমেলায় 'স্টে সেফ' নামের একটি স্যানিটারি ন্যাপকিন সংস্থা দুটি স্টল দেয়। যেখান থেকে সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলি করাকে কেন্দ্র করে উগ্র মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হয় তাদের। শেষমেষ বন্ধ করে দেওয়া হয় তাদের কার্যক্রম। সংস্থার তরফে কামরুজ্জামান কামাল বলেন, “একদল লোক অভিযোগ করেছে যে স্যানিটারি ন্যাপকিন এমন এক পণ্য যেটি জনসমক্ষে দেখানো এবং প্রদর্শন করা যায় না। তাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।”

সনাতনের উপর আক্রমণ, গর্জে উঠলেন যোগী! মহাকুম্ভ নিয়ে বললেন এই বড় কথা

ঘটনার পর ক্ষোভের মুখে বাংলা অ্যাকাডেমি দাবি করেছে যে অননুমোদিত পণ্য বিক্রির জন্য স্টলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে, স্টলগুলি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলি করছিল  বইমেলার প্রথম দিন থেকেই দুটি স্টল বইমেলায় চালু ছিল। মুসলিম গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে স্যানিটারি ন্যাপকিনগুলি 'জনসমক্ষে বিক্রি' করা যাবে না, এরপর  বাংলা অ্যাকাডেমি হস্তক্ষেপ করে। 

Book Fair Muhammad Yunus