/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_46d404.jpg)
ইস্কনে হামলা, আক্রান্ত হিন্দুরা, বাংলাদেশ কাণ্ডে মোমবাত্তিওয়ালাদের খোঁজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির
Bangladesh Violence: উত্তপ্ত বাংলাদেশ, রাজপথে মৃত্যু মিছিল। দেশ ছেড়ে কোনমতে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা। জ্বালিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি। প্রাণভয়ে আর্তনাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কোথাও বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো কোথাও আবার কুপিয়ে খুন করা হয়েছে হাসিনা পন্থী সমর্থকদের। বাংলাদেশের বর্বরতা দেখে শিউড়ে উঠেছেন তামাম বিশ্বের সভ্য সমাজের মানুষ। এর মাঝে বাংলাদেশ নিয়ে কেন চুপ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা সেই প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।তথাগত রায়।
এক্স-এ এক পোস্টে বাংলাদেশের বর্বরতার ঘটনা কথা তুলে ধরে বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে কটাক্ষ করে লিখেছেন "বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলছে পুরনো ধাঁচের অত্যাচার। কেউ কৌশিক সেন, অপর্ণা সেন, শুভপ্রসন্ন-সহ মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবীদের কাছ থেকে এখনও কোনও প্রতিবাদ কী শুনতে পেয়েছেন ?"
A regular old-style pogrom has been let loose against Hindus in Bangladesh.
Anyone heard even a squeak from Kaushik Sen, Aparna Sen, Shubhaprasanna and allied mombattiwallahs?— Tathagata Roy (@tathagata2) August 6, 2024
বাংলাদেশের রাস্তায় নেই সেনাবাহিনী। কর্মবিরতির ডাক দিয়েছে পুলিশের বিভিন্ন সংগঠন। সর্বত্র চলছে লুঠ, ধর্ষণ, খুন, ভাঙচুর, অগ্নিসংযোগ। নিরাপত্তার অভাব বোধ করেই বহু ভারতীয়রা পালিয়ে আসছেন বাংলায়। অনেক বাংলাদেশি মানুষেরা চিকিৎসার কথা বলেই তড়িঘড়ি ভারতে প্রবেশ করছেন। হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ ছাড়ার হিড়িক তার সাংসদ-মন্ত্রীদের। অনেকের খোঁজেই তল্লাশি শুরু করেছে গোয়েন্দা। এসবের মাঝে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বিএনপি নেত্রী খালেদা জিয়ার। এদিনই বাংলাদেশে সভা করে বিএনপি। আজ সন্ধ্যায় দেশে ফিরছেন খালেদা পুত্র তারিক রহমনও। এর মাঝে ঢাকায় ইস্কনের মন্দিরে বোমা হামলা। চরম আতঙ্কে রয়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা।
আরও পড়ুন - < West Bengal Cabinet: রাজ্য মন্ত্রীসভায় রদবদল, গুরুত্ব বাড়ল একাধিক মন্ত্রীর? অখিল গিরির বদলে কার দায়িত্বে কারা দফতর? >
ইস্কনের তরফে রাধারমণ দাস জানিয়েছেন,” একাধিক মন্দিরে হামলা হয়েছে। চরম আতঙ্কিত ভক্তরা। পুলিশ হরতালের ডাক দিয়েছে। ফলে কোথায় যাবেন, কার কাছে অভিযোগ যাবেন ভক্তরা কিছুই বুঝতে পারছেন না”। বাংলাদেশের শান্তি ফেরাতে আজই প্যারিস থেকে দেশে ফিরছেন মহম্মদ ইউনুস। নোবেলজয়ী কী পারবেন পদ্মাপারের শান্তি ফেরাতে গোটা বিশ্বের নজর এখন সেদিকেই। এসবের মাঝে ত্রিপুরা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাংলার সুশীল সমাজের প্রতি।