শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। যদিও ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। এই ভূমিকম্পের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে। শনিবার সকালে ভারতীয় সময় ৯.০৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের একটি জায়গাই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এদিন সকালে বাংলাদেশের বিস্তীর্ণ প্রান্ত ভূমিকম্পে কেঁপে ওঠে। পড়শি দেশে এই ভূমিকম্পের জেরে এপার বাংলার বেশ কয়েকটি জেলা কেঁপে ওঠে। এদিন সকালে ভূকম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ সিলেট, রাজশাহী, নোয়াখালি কুস্টিয়া-সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আরও পড়ুন- বিদ্যুৎ চক্রবর্তী অবসর নিতেই ভোলবদল বিশ্বভারতীর! শান্তিনিকেতনে ফিরছে পৌষমেলা?
শনিবার সাকলে উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষজন। অনেকেই বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। ওপার বাংলার ক্ষেত্রেও এমনই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। তবে এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে বাংলাদেশ বা ভারতের কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।