Advertisment

ভারতে ইলিশ পাঠানো বন্ধ করছে বাংলাদেশ, পুজোর আগেই বন্ধ রফতানি, কেন?

উৎসবের মরশুমে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুজোর 'উপহার' হিসেবে ইলিশ রফতানিতে ঢালাও ছাড় দেয় বাংলাদেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh will stop exporting hilsa to india

যদিও এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে টন-টন ইলিশ ঢুকছে এরাজ্যে।

ফি বছর পুজোর মরশুমে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুজোর 'উপহার' হিসেবে ইলিশ রফতানিতে ঢালাও ছাড় দেয় বাংলাদেশ। এবারও টন-টন ইলিশ রফতানি হচ্ছে বাংলাদেশ থেকে। তবে শীঘ্রই ভারতে ইলিশ পাঠানো বন্ধ করে দিতে পারে বাংলাদেশ। তবে এর পিছনে সঙ্গত কারণও রয়েছে বলে মত কারও কারও। যদিও এখনই রফতানি বন্ধ না করতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে চিঠি দিয়েছেন ফিস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব।

Advertisment

কেন ইলিশ পাঠানো বন্ধ করছে বাংলাদেশ?

জানা গিয়েছে, বাংলাদেশে বছরের কিছু সময় ইলিশের ডিম পাড়ার মরশুম হিসেবে ধরা হয়। সেই কারণেই ইলিশ ধরার উপরে এই সময়টায় পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ সরকার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে বাংলাদেশে একটানা ২২ দিনের জন্য ইলিশ ধরার উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওই ২২ দিন বাংলাদেশের নদী-সমুদ্র থেকে ইলিশ ধরা যাবে না। সেই কারণেই ইলিশ রফতানিও বন্ধ থাকবে। এদিকে, এবার ঠিক ওই সময়ের মধ্যেই দুর্গোৎসব। সুতরাং দুর্গাপুজোর মরশুমে বাংলাদেশের ইলিশে রসনাতৃপ্তি হবে না এরাজ্যের বাসিন্দাদের।

আরও পড়ুন- এবার ‘খেলা’ ঘোরাবে বর্ষা? আরও তুমুল বৃষ্টির পূর্বাভাস! তালিকায় কোন কোন জেলা?

তবে মহালয়ার আগে পর্যন্তও ওপার বাংলা থেকে টন-টন ইলিশ ঢুকবে রাজ্যে। সরকারি নিয়নে এবার এপারে যতদিন পর্যন্ত ইলিশ রাফতানিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল তাতে প্রায় ৪ হাজার টন ইলিশ ঢোকার কথা ছিল বাংলায়। তবে সেটা আর হচ্ছে না বলেই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি।

বৃহস্পতিবারও পেট্রাপোল সীমান্ত দিয়ে ৪০ টন ইলিশ ঢুকেছে এরাজ্যে। ফি বছর দুর্গাপুদোর সময় বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য টন-টন ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। রফতানির ঢালাও ছাড়ে ব্যবসায়ীরাও খুশিতে ডগমগ থাকেন। কিন্তু এবার সম্ভবত তা আর হচ্ছে না।

আরও পড়ুন- শুভেন্দুর ভূয়সী প্রশংসায় কংগ্রেসের কৌস্তভ! ‘বিকল্প রাজনীতি’ মন্তব্যে কীসের ইঙ্গিত?

Bangladesh kolkata news West Bengal Hilsa durgapuja 2023
Advertisment