'অবৈধ অনুপ্রবেশের চেষ্টা', BSF-এর গুলিতে মৃত বাংলাদেশি মহিলা

নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল জনা তিন-চার জন। বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত বিএসএফ-কর্মীদের।

নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল জনা তিন-চার জন। বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত বিএসএফ-কর্মীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের উত্তপ্ত হল ভারত-বাংলাদেশ সীমান্ত। নদীয়া সীমান্ত দিয়ে এ রাজ্যে অবৈধ অনুপ্রবেশ আটকাতে শূন্যে গুলি ছোড়েন বিএসএফ কর্মীরা, সেই গুলিতেই নিহত হন এক বাংলাদেশি মহিলা। মঙ্গলবার প্যারামিলিটারি ফোর্সের তরফে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানান হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান।

Advertisment

বিবৃতিতে এও বলা হয়েছে যে সোমবার দুপুরে নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল জনা তিন-চার জন। বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত বিএসএফ-কর্মীদের। বিবৃতিতে বলা হয়, "প্রথমে শূন্যে গুলি চালিয়ে সতর্ক করা হয়। কিন্তু এর পরেও তাদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আত্মরক্ষার কারণেই বাধ্য হয়ে শূন্যে গুলি চালানো হয়। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ে হামলাকারীরা। পরে তল্লাশির সময় দেখা যায়, কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলা অনুপ্রবেশকারী পড়ে রয়েছেন।

এরপরই ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত একা দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ, চোরাচালান-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চলেছে। এই ঘটনা ইচ্ছাকৃত নয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh India