Bangladeshi youth missing: দিন কয়েক আগেই কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। খুনের ঘটনায় মূল হত্যাকারী ইতিমধ্যেই ধরা পড়েছে। এবার ফের কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশের এক যুবক।
জানা গিয়েছে মস্তিষ্কের জটিল অসুখের চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের পাবনার বছর ২৩- এর যুবক মহম্মদ দিলওয়ার।
জানা গিয়েছে গত ১৮ জুন পার্কস্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন যুবক ও তার পরিবার। বৃহস্পতিবার সকাল থেকে আর কোন খোঁজ মেলেনি ওই যুবকের। পরিবারের তরফে থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করা হয়।
খতিয়ে দেখা হচ্ছে ওই হোটেলের সিসিটিভি ফুটেজ। হোটেল সূত্রে জানা গিয়েছে চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। যুবকের বাংলাদেশ ফিরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন : < International Yoga Day 2024: কেন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়? জেনে নিন এই দিনের ইতিহাস >
এদিকে ঘটনা প্রসঙ্গে মহম্মদ দিলওয়ারের বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, " ১৮ জুন আমরা চিকিৎসার জন্য এখানে এসেছি। গতরাত ১৯ জুন থেকে থেকে ছেলে নিখোঁজ হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে ও নিজেই হোটেল থেকে বেরিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে"।