/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Bank.jpg)
দুর্গাপুজোর দিনগুলিতে ব্যাঙ্কে ছুটির তালিকা দেখে নিন।
সেপ্টেম্বর মাস শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি। ইতিমধ্যেই শুরু উৎসবের মরশুম। সামনের অক্টোবরেই দুর্গাপুজো। পুজোর মাসে ১৫ দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমে পরিষেবা মিলবে। স্বাভাবিক থাকবে এটিএম পরিষেবাও। তবুও কিছু কাজ ব্যাঙ্কে গিয়েই করতে হয়। সেক্ষেত্রে অক্টোবরে ব্যাঙ্কে ছুটির দিনগুলি জেনে না গেলে দুর্ভোগে পড়তে পারেন গ্রাহকরা। অক্টোবরে ব্যাঙ্কে ছুটির তালিকা জেনে নিন।
অক্টোবরে ব্যাঙ্কে ছুটির এই ১৫ দিন মোটেই কোনও একটি শহর বা রাজ্যে নয়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে সব রাজ্যের ছুটিগুলিকেই হলিডে লিস্টে দেখানো হয়। দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে ব্যাঙ্কে ছুটি আলাদা আলাদা দিনে হয়। এর মানে হল কলকাতায় কোনও একদিন ব্যাঙ্ক বন্ধের মানেই দেশের অন্যান্য রাজ্য বা শহরেও ওই দিনেই ব্যাঙ্ক বন্ধ থাকবে এমন নয়। ব্যাঙ্কের ছুটি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত নানা উৎসব অনুষ্ঠানের উপর নির্ভর করে। কোনও রাজ্যে নির্দিষ্ট কোনও উৎসব থাকলে শুধুমাত্র ওই রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
অক্টোবরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন ঝটপট….
১ অক্টোবর ২০২৩- রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ অক্টোবর২০২৩- নারকা চতুর্দশী হওয়ার কারণে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর ২০২৩- গান্ধী জয়ন্তীর কারণে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর ২০২৩- রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর ২০২৩- মহালয়ার কারণে পশ্চিমবঙ্গ ও দ্বিতীয় শনিবার হওয়ার জন্য দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ অক্টোবর ২০২৩- রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর ২০২৩- অসমে কাটি বিহুর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর ২০২৩- দুর্গাপুজোর মহাসপ্তমী উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ।
২২ অক্টোবর ২০২৩- রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ অক্টোবর ২০২৩- বিজয়া দশমী/দশেরা উপলক্ষে হায়দরাবাদ ও ইম্ফল ছাড়া সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর ২০২৩- দুর্গাপুজোর (দশাই)-এর কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর ২০২৩- গ্যাংটক, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর ২০২৩- দুর্গা পুজো (দশাই)-এর কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ অক্টোবর ২০২৩- লক্ষ্মী পুজো ও চতুর্থ শনিবারের কারণে পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর ২০২৩- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে গুজরাটে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন- ‘বিরাট’ ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের! রানিনগরে বোর্ড গঠনে ফের স্থগিতাদেশ হাইকোর্টের