Advertisment

ষষ্ঠীতে কি ব্যাঙ্ক খোলা? সপ্তমী to দশমী কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ?

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে কবে কবে ব্যাঙ্ক খোলা ও বন্ধ থাকবে তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bank Holidays during Durga Puja 2023

দুর্গাপুজোর দিনগুলিতে ব্যাঙ্কে ছুটির তালিকা দেখে নিন।

শুরু হয়ে গেল দুর্গাপুজো। আজ মহাপঞ্চমী। দুর্গাপুজোর মধ্যে কবে কবে ব্যাঙ্ক খোলা থাকবে তা নিয়ে অনেকেরই জানার আগ্রহ থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে কবে কবে ব্যাঙ্ক খোলা ও বন্ধ থাকবে তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। হাতের কাজ সেরে দ্রুত পড়ে দেখুন এই প্রতিবেদন। শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্যেও পুজোর দিনগুলিতে কবে কবে ব্যাঙ্ক খোলা ও বন্ধ থাকবে তা নিয়ে এই প্রতিবেদনে বিশদে তথ্য দেওয়া হল।

Advertisment

ষষ্ঠী…

২০ অক্টোবর ষষ্ঠীতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাঙ্ক খোলা থাকবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ষষ্ঠীর দিনে আগরতলা, আইজল, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, রাঁচি, জম্মু, কানপুর-সহ দেশের একাধিক শহরে ব্যাঙ্ক খোলা থাকবে। সুতরাং ষষ্ঠীর দিন ব্যাঙ্কে কোনও কাজ থাকলে যেতেই পারেন।

সপ্তমী…

তবে আগামী ২১ অক্টোবর সপ্তমীর দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরই পাশাপাশি সপ্তমীতে আগরতলা, গুয়াহাটি, আইজলেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে দেশের অন্য শহরগুলিতে আগামী ২১ অক্টোবর দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।

অষ্টমী…

এবার দুর্গাপুজোর অষ্টমী পড়েছে রবিবার। সেই কারণেই আগামী ২২ অক্টোবর মহাষ্টমীর দিন স্বাভাবিক নিয়মেই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

নবমী…

আগামী ২৩ অক্টোবর সোমবার নবমী। মহানবমীতে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু বাংলাতেই নয় নবমীর দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, কোচি, পাটনা, তিরুঅনন্তপুরম, রাঁচি, গুয়াহাটিতেও।

আরও পড়ুন- মন্দার বাজারে কলকাতা ট্রামের পুজো পরিক্রমা সুপারহিট, বুকিং হাউসফুল  

দশমী…

আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী। মহাদশমীতে পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু পশ্চিমবঙ্গই নয়, দশমীর দিন দেশেরও অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মুম্বই, আহমেদাবাদ আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গ্যাংটক, চণ্ডীগড়, গুয়াহাটি, জম্মু, কানপুর, শ্রীনগর, তিরুঅনন্তপুরম, আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন- মেট্রোয় হোক দুগ্গা দর্শন, পঞ্চমী-ষষ্ঠীতে রাতের শেষ মেট্রো ক’টায়?

Bank Holidays West Bengal kolkata durgapuja 2023
Advertisment