Advertisment

সামনের ১৪ দিনে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক, আগে দেখে নিন ছুটির তালিকা!

ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
4451 post will be fill up by ibps recruitment 2023

কয়েক হাজার শূন্যপদে ব্যাঙ্ককর্মী নিয়োগ করা হবে।

Bank Holidays: সামনের ১৪ দিনে ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ব্যাঙ্কে ছুটির পুরো তালিকা জেনে নিন। আগামিকাল অর্থাৎ, সোমবারই এক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই কারণেই সব কাজ ফেলে আগে দেখে নিন সামনের ১৪ দিনে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা?

Advertisment

সামনের ১৪ দিনে কবে কবে বন্ধ ব্যাঙ্ক? রইল তালিকা -

১৭ জুলাই - ইউ তিরোট সিং ডে- মেঘালয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২১ জুলাই - দ্রুকপা শে জি - সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ জুলাই - চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ জুলাই - রবিবার ব্যাঙ্ক বন্ধ।

২৮ জুলাই - আশুরা- জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ জুলাই - মহরম, বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩০ জুলাই - রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন- ভুলে যাবেন দিঘা-পুরী, বাংলার এই সাগরপাড়ের অপূর্ব শোভা লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও

ব্যাঙ্কে এই ছুটি রাজ্য বিশেষ নির্ভর করে ঠিক করা হয়েছে। তবে জাতীয় ছুটিতে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ছুটির দিনগুলিকে তিনটি ভাগে ভাগ করে থাকে। হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি এবং রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস।

তবে ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকলেও লেনদেন বা অন্য ব্যাঙ্কিং কাজে আজকাল আর বিশেষ বেগ পেতে হয় না। ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং যথারীতি কার্যকর থাকবে। লেই কারণে খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না একটা বড় অংশের গ্রাহকদের। গ্রাহকরা অনলাইন মোডের মাধ্যমেই লেনদেন করতে পারেন।

RBI Bank Holidays West Bengal
Advertisment