Advertisment

শিয়রে দুর্ভোগ? এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন ছুটির তালিকা

এপ্রিল মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
bank will be closed for 15 days in april 2023

এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ।

এপ্রিলে দফায়-দফায় বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এপ্রিল মাসে ব্যাঙ্কে ছুটির যে তালিকা প্রকাশ করেছে তা বিশদে এই প্রতিবেদনে দেওয়া হল। তবে এক্ষেত্রে শনি ও রবিবারের ছুটির দিনও হিসেবের মধ্যে ধরা রয়েছে। বাকি ছুটি গুলি অবশ্য আঞ্চলিক। রাজ্যে-রাজ্যে উৎসবের দিনগুলিতে আলাদা আলাদা করে ছুটির হিসেব দেওয়া হয়েছে। অর্থাৎ, সব রাজ্যে একই দিনে ব্যাঙ্কে ছুটি থাকবে না।

Advertisment

১ এপ্রিল (শনিবার) - বার্ষিক ক্লোজিং - মিজোরাম, চণ্ডীগড়, মেঘালয় এবং হিমাচল প্রদেশ ছাড়া সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪ এপ্রিল (মঙ্গলবার)- মহাবীর জয়ন্তী- গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, রাজস্থান, লখনউ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ এপ্রিল (বুধবার)- বাবু জগজীবন রামের জন্মদিন- হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ।

৭ এপ্রিল (শুক্রবার)- গুড ফ্রাইডে- ত্রিপুরা, গুজরাট, আসাম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ, শ্রীনগর ছাড়া বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ এপ্রিল (শুক্রবার)- ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/বোহাগ বিহু/চেরাওবা/বৈশাখী/বৈশাখী/তামিল নববর্ষের দিন/মহা বিসুভা সংক্রান্তি/বিজু উৎসব/বুইসু উৎসব- মিজোরাম, মধ্যপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল প্রদেশ ছাড়া অন্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ এপ্রিল (শনিবার)- বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষের দিন (নববর্ষ)- ত্রিপুরা, অসম, কেরালা, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও এই ছুটির তালিকায় শনি ও রবিবারের দিনগুলিও ধরা রয়েছে।

bank RBI Bank Holidays
Advertisment