scorecardresearch

শিয়রে দুর্ভোগ? এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন ছুটির তালিকা

এপ্রিল মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা দেখে নিন।

bank will be closed for 15 days in april 2023
এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ।

এপ্রিলে দফায়-দফায় বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এপ্রিল মাসে ব্যাঙ্কে ছুটির যে তালিকা প্রকাশ করেছে তা বিশদে এই প্রতিবেদনে দেওয়া হল। তবে এক্ষেত্রে শনি ও রবিবারের ছুটির দিনও হিসেবের মধ্যে ধরা রয়েছে। বাকি ছুটি গুলি অবশ্য আঞ্চলিক। রাজ্যে-রাজ্যে উৎসবের দিনগুলিতে আলাদা আলাদা করে ছুটির হিসেব দেওয়া হয়েছে। অর্থাৎ, সব রাজ্যে একই দিনে ব্যাঙ্কে ছুটি থাকবে না।

১ এপ্রিল (শনিবার) – বার্ষিক ক্লোজিং – মিজোরাম, চণ্ডীগড়, মেঘালয় এবং হিমাচল প্রদেশ ছাড়া সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪ এপ্রিল (মঙ্গলবার)- মহাবীর জয়ন্তী- গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, রাজস্থান, লখনউ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ এপ্রিল (বুধবার)- বাবু জগজীবন রামের জন্মদিন- হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ।

৭ এপ্রিল (শুক্রবার)- গুড ফ্রাইডে- ত্রিপুরা, গুজরাট, আসাম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ, শ্রীনগর ছাড়া বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ এপ্রিল (শুক্রবার)- ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/বোহাগ বিহু/চেরাওবা/বৈশাখী/বৈশাখী/তামিল নববর্ষের দিন/মহা বিসুভা সংক্রান্তি/বিজু উৎসব/বুইসু উৎসব- মিজোরাম, মধ্যপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল প্রদেশ ছাড়া অন্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ এপ্রিল (শনিবার)- বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষের দিন (নববর্ষ)- ত্রিপুরা, অসম, কেরালা, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও এই ছুটির তালিকায় শনি ও রবিবারের দিনগুলিও ধরা রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bank will be closed for 15 days in april 2023