/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Co-operative-Bank-Represental-Image.jpg)
প্রতিকী ছবি।
শনিবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলো। ফলে আজ ব্যাঙ্কখোলা।
যেসব ব্যাঙ্ক কর্মীরা সক্রিয়ভাবে ইউনিয়নের সঙ্গে যুক্ত, বেছে বেছে তাঁদের উপর চাপ তৈরি করা হচ্ছে। মূলত এর প্রতিবাদেই দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলে এআইবিইও এবং এআইবিওএ। তার আগে শুক্রবার মুখ্য লেবার কমিশনার ও বিভিন্ন (১১টি)ব্যাঙ্কের প্রতিনিধিদের মধ্যে তিন দফায় বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত সিদ্ধান্ত হয় যে, যে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির যে দাবি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা হবে এবং তা সসমাধানের চেষ্টা হবে। এই আশ্বাসেই এআইবিইও এবং এআইবিওএ শনিবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট প্রতাহার করে নেয়।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম বলেছেন, 'সব দাবি-দাওয়া সমাধানের সদর্থ আশ্বাস মিলেছে। আইবিএ এবং ব্যাঙ্কগুলি দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সব ইস্যুগুলির সমাধানের জন্য একমত হয়েছে। সেই কারণে ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল।'
এদিন ধর্মঘট হলে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল। টাকা জমা, টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সমস্যা হতে পারত। বিপদে পড়তেন গ্রাহকরা। কিন্তু ধর্মঘট তুলে নেওয়া স্বস্তিতে গ্রাহকরা।