বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকে টানা চারদিন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। তবে, আগামী শনিবার রাজ্যভেদে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে, চালু থাকবে এটিএম পরিষেবা।
রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
একনজরে কী কারণে কোন কোন দিন বন্ধ ব্যাঙ্কের কাজ-
১৪ এপ্রিল ২০২২- বৃহস্পতিবার সংবিধান প্রণেতা ডা. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী। এছাড়াও মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, বৈশাখী বিহু, তামি নববর্ষ ও বিজু উৎসব রয়েছে। ফলে এই দিনটিতে মেঘালয় ও হিমাচল প্রদেশ ছাড়া দেশের প্রায় সব রাজ্যেই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
১৫ এপ্রিল ২০২০- শুক্রবার বাংলার নববর্ষ। ফলে এ রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধই থকবে। এছাড়াও ওই দিনই রেছে গুড ফ্রাইডে, হিমাচল ডে, বিশু এবং বৈশাখী বিহু। তাই রাজস্থান ও জম্মু-কাশ্মীর ছাড়া বাকি সব রাজ্যেই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ।
১৬ এপ্রিল ২০২২- মাসের দ্বিতীয় ও শেষ শনিবার সাধারণত এ রাজ্য়ে ব্যাঙ্ক কর্মীরা ছুটি পান। দু'দিন বন্ধ থাকার পর বাংলায় ওই দিন ব্যাঙ্কের কাজ সচল থাকবে। শুধুমাত্র অসমে ব্যাঙ্কের কাজ আগামী শনিবার বন্ধ থাকবে।
১৭ এপ্রিল ২০২২- রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে। দেশের সর্বত্রই এ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ।
সুতরাং আগামী শনিবার ছাড়া বাকি আগামিকাল থেকে বাকি তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। সোমবার থেকে থেকে ফের ব্যাঙ্কের কাজ সচল থাকবে।