Advertisment

মে মাসে ১১ দিনই ব্যাঙ্ক বন্ধ, বাংলায় কবে কবে ছুটি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে 2023 সালের মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকা অনুসারে, মে মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
banks will be closed for 11 days in month of may 2023 , মে মাসে ১১ দিনই ব্যাঙ্ক বন্ধ, বাংলায় কবে কবে ছুটি?

মে মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ।

মে মাসে ভারতজুড়ে ব্যাঙ্কে একাধিক দিন ছুটি রয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতাতেও বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে গ্রাহক যদি ব্যাঙ্কের কাজের জন্য ছুটির দিনগুলি এড়িয়ে চলতে হবে। তাই গ্রাহককে জানতেই হবে মে মাসারে কোন কোন দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে।

Advertisment

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে 2023 সালের মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকা অনুসারে, মার্চ মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও এই ১১ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটি, অর্থাৎ শনি- রবিবারও অন্তর্ভুক্ত রয়েছে।

ছুটির এই 11 দিন মোটেই কোনও একটি শহর বা রাজ্যে নয়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে সব রাজ্যের ছুটিগুলিকেই হলিডে লিস্টে দেখানো হয়ে থাকে। দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে ব্যাঙ্কিং ছুটি আলাদা পৃথক হয়। এর অর্থ হল কলকাতায় কোনও একদিন ব্যাঙ্ক বন্ধের মানে দেশের অন্যান্য রাজ্য বা শহরেও ওই দিন ছুটি তা নয়। ব্যাঙ্কের ছুটি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত নানা উৎসব অনুষ্ঠানের উপর নির্ভর করে। কোনও রাজ্যে নির্দিষ্ট কোনও উৎসব থাকলে শুধুমাত্র ওই রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ করা হয়।

একজনকে মে মাসে ব্য়াঙ্কের ছুটির দিন- (RBI ওয়েবসাইট অনুযায়ী)

  • মে দিবস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি ১লা মে। এদিন বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্কের কাজ বন্ঝ থাকবে।
  • বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৫ই মে ব্যাঙ্ক ছুটি। ওই দিন আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
  • রবিবার হওয়ায় ৭ই মে রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ।
  • রবীন্দ্র জয়ন্তীর জন্য ৯ মে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ।
  • দ্বিতীয় শনিবার হওয়ায় ১৩ মে ভারতজুড়ে দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • রবিবার ১৪ মে ভারতজুড়ে দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৬ মে সিকিম প্রতিষ্ঠা দিবসের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
  • রবিবার হওয়ায় ২১ মে দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে সিমলা ২২ মে ব্যাঙ্ক বন্ধ।
  • চতুর্থ শনিবার হওয়ায় ২৭ মে ব্যাঙ্ক বন্ধ।
  • রবিবার রবিবার ২৮ মে ভারতে বব্যাঙ্ক বন্ধ।

যদিও বর্তমানে গ্রাহক সুবিধার্থে ব্যাঙ্কের অনলাইন পরিষেবা ২৪ ঘণ্টাই খোলা থাকে।

bank Bank Holidays Banking Service
Advertisment