শনিবারের পর রবিবার সকাল থেকেও ঘন মেঘে ঢাকা দিঘার আকাশ। ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। আগেই এনডিআরএফ-এর প্রতিনিধিরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করার কাজ শুরু করেছিলেন। তবে তা সত্ত্বেও বেশ কিছু পর্যটককে রবিবার সকালের দিকেও সমুদ্র স্নানে নামতে দেখা যায়। দিঘায় সমুদ্র স্নানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন।
Advertisment
আপাতত ১৫ মে পর্যন্ত দিঘায় সমুদ্রে নামার ক্ষেত্রে পুরোপুরিভাব নিষেধাজ্ঞা জারি থাকছে। মাইকিং করে পর্যটকদের সতর্ক করছেন পুলিশকর্মীরা। দিঘা বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নামতে না পারায় স্বভাবতই আক্ষেপ যেন আর কাটছে না পর্যটকদের।
রবিবার দুপুরের দিকেই মায়ানমারের উপকূলবর্তী এলাকায় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ার কতা ঘূর্ণিঝড় 'মোকা'র। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের জেরে দিঘার উপকূলবর্তী এলাকা রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। ক্রমশই সমুদ্র উত্তাল হচ্ছে।