শনিবারের পর রবিবার সকাল থেকেও ঘন মেঘে ঢাকা দিঘার আকাশ। ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। আগেই এনডিআরএফ-এর প্রতিনিধিরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করার কাজ শুরু করেছিলেন। তবে তা সত্ত্বেও বেশ কিছু পর্যটককে রবিবার সকালের দিকেও সমুদ্র স্নানে নামতে দেখা যায়। দিঘায় সমুদ্র স্নানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন।
আপাতত ১৫ মে পর্যন্ত দিঘায় সমুদ্রে নামার ক্ষেত্রে পুরোপুরিভাব নিষেধাজ্ঞা জারি থাকছে। মাইকিং করে পর্যটকদের সতর্ক করছেন পুলিশকর্মীরা। দিঘা বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নামতে না পারায় স্বভাবতই আক্ষেপ যেন আর কাটছে না পর্যটকদের।

রবিবার দুপুরের দিকেই মায়ানমারের উপকূলবর্তী এলাকায় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ার কতা ঘূর্ণিঝড় ‘মোকা’র। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের জেরে দিঘার উপকূলবর্তী এলাকা রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। ক্রমশই সমুদ্র উত্তাল হচ্ছে।
আরও পড়ুন- কয়েক ঘণ্টাতেই বিরাট শক্তিতে আছড়ে পড়বে ‘মোকা’, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
সেই কারণেই আগেভাগে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্কুলে-স্কুলে গরমের ছুটি পড়েছে। সেই কারণেই দিঘায় ঢল নেমেছে পর্যটকদের। হোটেলের বুকিংও কানায়-কানায় পূর্ণ। সমুদ্রনগরীতে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র আরও উত্তাল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পর্যটকদের ও অন্যদের নিরাপত্তার স্বার্থেই আপাতত ১৫ মে পর্যন্ত সমুদ্রে নামার ক্ষেত্রে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের পাশাপাশি দিঘার সমুদ্রতটে সজাগ দৃষ্টি রেখেছেন নুলিয়ারাও।