কলকাতা হাইকোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলার আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়েই এবার সক্রিয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পরিস্থিতি বিশদে জানতে এবার পশ্চিমবঙ্গে তথ্য অনুসন্ধান কমিটি পাঠাচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তিন সদস্যের সেই দল সম্ভবত আগামিকালই কলকাতায় পৌঁছবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস আটকে আইনজীবীদের একাংশের নজিরবিহীন বিক্ষোভ এখনও জোর চর্চায়। যা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা। এভাবে একজন বিচারপতির এজলাস আটকে আইনজীবীদের একাংশের 'জঙ্গি' বিক্ষোভ নিয়ে সোচ্চার সমাজের বিভিন্ন মহলও। বর্ষীয়ান আইনজীবীদের একাংশও বিচারপতির এজলাস আটকে এই ধরনের বিক্ষোভের বিরুদ্ধে মুখ খুলেছেন।
চলতি সপ্তাহের সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে তুমুল বিক্ষোভ চলে। অভিযোগ, তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশই সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। তারও আগে ওই দিন সকালে বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির চারপাশে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ পোস্টার লাগানো হয়। যা নিয়ে ইতিমধ্যেই থানায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন- ‘কেন্দ্রের টাকায় চলছে বাংলার সরকার?’ কোন ‘তথ্যে’ সাতসকালে তোলপাড় ফেললেন দিলীপ
এদিকে, একজন বিচারপতির এজালাসে এই ধরনের বিক্ষোভের বিরুদ্ধে মুখ খুলে দিল্লিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় নালিশ ঠুকেছিলেন আইনজীবীদের একাংশ। সম্ভবত তারই ভিত্তিতে এবার নড়েচড়ে বসেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃপক্ষও। ঠিক কী ঘটেছিল কলকাতা হাইকোর্টে? বিশদে তা জানতে এবার তথ্য অনুসন্ধান কমিটি বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে। দিল্লি থেকে সম্ভবত আগামিকালই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সেই দল কলকাতায় পৌঁছোচ্ছে।
আরও পড়ুন- এক নৌকোয় ঘুরে আসুন গঙ্গা-ব্রহ্মপুত্র, উপহার মোদীর, হলদিয়া পাচ্ছে মাল্টিমোডাল টার্মিনাল
সম্ভবত তিন সদস্যের সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি শনিবারই আসছে। জানা গিয়েছে, এই কমিটির সদস্যরা কথা বলবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। এরই পাশাপাশি তাঁদের কথা হবে বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এছাড়াও গন্ডগোলের দিনের সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য ছবিও তঁরা সংগ্রহ করবেন। আগামী ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে এই টিম।