Advertisment

Baranagar Assembly By Election 2024: সিপিআইএমের বাজি সেই চেনা প্রবীণ কইয়েবইয়ে মুখ-ই! বরানগরে দুই-ফুলের তরুণদের প্রতিপক্ষ কে?

CPIM: এদিকে, লোকসভা ভোটে বারাসতে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী বদল করা হয়েছে। নতুন প্রার্থী কে?

author-image
IE Bangla Web Desk
New Update
Baranagar Assembly By Election 2024 CPIM candidate Tanmoy Bhattacharya , বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

Left Front Candidate List 2024: সায়ন্তিকা, সজলের বিরুদ্ধে সিপিআইএমের হয়ে কে লড়াই করবেন?

Baranagar Assembly By Election 2024 CPIM Candidate: বরানগরের উপনির্বাচনের বামফ্রন্টের বাজি সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ তন্ময়বাবু। সুবক্তাও। এর আগে উত্তর দমদম বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে তন্ময় ভট্টাচার্য সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।

Advertisment

তাপস রায় গত তিনবার বরানগরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিছুদিন আগে তিনি জোড়-ফুল ছেড়ে পদ্ম-ফুলে নাম লিখিয়েছেন। দলবদলের সময় তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে ওই বরানগর আসনটি বর্তমানে বিধায়ক শূন্য। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। আগামী ১লা জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগরে হবে বিধানসভার উপনির্বাচন।

আরও পড়ুন- Loksabha Election 2024: এই রাজ্য থেকেই করেছিলেন রেকর্ড! লোকসভা নির্বাচন এলেই উঠে আসে অনিল বসুর নাম

বরানগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। গেরুয়া বাহিনীর প্রার্থী সজল ঘোষ। বাকি ছিল বামেদের প্রার্থী ঘোষণা। বুধবার সেটা হল। সজল-সায়ন্তিকার বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়বেন সিপিআইএমের প্রবীণ কইয়েবইয়ে তন্ময় ভট্টাচার্য।

এদিকে, বারাসতে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে সম্প্রতি প্রবীর ঘোষের নাম ঘোষণা করেছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু বুধবার সেই প্রার্থী বদল করা হয়। এদিন বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে বসেছিল বামফ্রন্ট। সেখানেই সিদ্ধান্ত হয়, বারাসতে প্রবীরের বদলে প্রার্থী করা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, প্রবীণ ঘোষের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। তাই এই পদক্ষেপ করল বামফ্রন্টের।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: বড় প্রাপ্তি পরিচয়, অপ্রাপ্তির ভাঁড়ারে কী কী? ভোটের ভারতে ঢু ছিটমহলের অলি-গলিতে

bypoll Baranagar CPIM loksabha election 2024 left front Barasat
Advertisment