Election 2024 West Bengal: ভোট ময়দানে লড়াই জোরদার। এবার তার মধ্যেই ভোটযুদ্ধকে কেন্দ্র করে অন্য লড়াইয়ে নামল যুযুধান দুই ফুল-শিবির। কেন্দ্রবিন্দুতে বরানগরের উপনির্বাচন। সেখানে তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে 'বিভীষণগিরি'র অভিযোগ তুলেছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। পাল্টা তমোঘ্নের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র।
কুণাল ও তমোঘ্ন উভয়ের পদবিই ঘোষ। দু'জনেউ উত্তর কলকাতার ভোটার। একজন বিজেপির তাপস রায়কে জেতাতে প্রাণপাত করছেন। অন্যজন শুরুতে তাপসের মত বিক্ষুব্ধ হলেও পরে দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফিশফ্রাই, জলভরা সন্দেশ খাওয়ার পর থেকে অনেকটাই নরম। প্রকাশ্য়ে বলছেন সুদীপকেই ভোট দিতে। এদিন দুই ঘোষই উত্তর কলকাতা নিয়ে শুরুতে বাকযুদ্ধে জড়ান। সেই সূত্রেই উঠে আসে বরানগরের প্রসঙ্গ। উল্লেখ্য, বরানগরের বিধায়ক ছিলেন তৃণমূলের তাপস রায়। দল বদলের সময় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে সেখানে উপনির্বাচন হচ্ছে। আর সেই উপনির্বাচনেই পদ্ম-ফুলের প্রার্থী কুণালের 'স্নেহে'র সজল ঘোষ।
এই পরিস্থিতিতে বুধবার প্রথমে তমোঘ্নকে নিশানা করেন কুণাল। বলেন, 'আমাদের (তৃণমূল) ছেলেরা তো বিজেপির সভাপতির প্রশংসা করছে। ও নাকি সাহায্য-টাহায্য করছে। দেওয়াল ছেড়ে দিচ্ছে। তাপস রায়কে হারানোর জন্য কাজ করছে। ওদের কোন একটা হল-এ সভা না কী হয়েছিল, সেখান থেকেই খবর এসেছে। কিছু লোককে বসিয়ে দিয়েছে শুনলাম। আমি অবশ্য সব দলকেই বলব, ভোটটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই দিন।'
এর পাল্টা তমোঘ্ন বলেন, 'তাপস রায়কে জেতাতে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমায় দায়িত্ব দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবেন। তাপস রায়কে জিতিয়ে দেখাব। বাজি ধরে রাখলাম।'
আরও পড়ুন- Mamata Banerjee: বেকার চা শ্রমিকদের স্বার্থে রিসার্চের আশ্বাস মমতার! চালসায় কী বললেন মুখ্যমন্ত্রী?
সেই সঙ্গেই উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, 'বরাহনগর উপনির্বাচন এবং উত্তর কলকাতার নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য কুণাল ঘোষই আমাদের কাছে ইনপুট পাঠাচ্ছেন। ওঁকে ধন্যবাদ জানাচ্ছি।'
কুণাল জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরিয়ে বিজেপির কার সঙ্গে যোগাযোগ করতেন, দক্ষিণ দিল্লিতে কার ফ্ল্যাটে যেতেন, প্রয়োজন হলে তার সিসিটিভি ফুটেজ ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি।
এ নিয়ে সজল ঘোষের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মুখ খুলেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'আমার বাইরের কারও সাহায্য লাগবে না। আমার কর্মীদের পরিপূর্ণ সাহায্য আমি পাচ্ছি। ৬০টি মধ্যে ৫৬টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। ৩টি বিজেপির, একটি কংগ্রেসের। তাই আমার জয় নিশ্চিৎ।'