/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sajal-ghosh.jpg)
Sajal Ghosh: বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ।
Sajal Ghosh-BJP: রাজ্যের ৯ কেন্দ্রে আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। ভোটের দিন কয়েক আগে থেকেই এই এলাকার বিভিন্ন প্রান্তে উত্তেজনা বাড়ছিল। আজ ভোটের দিনেও তুমুল অশান্তির ছবি ধরা পড়ে বরানগরে। একদিকে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত জড়াতে দেখা গিয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী সজল ঘোষকে ঘিরেও এদিন ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল।
Sajal Ghosh: বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ।
Baranagar Assembly By Elections 2024: বেনজির অশান্তি বরানগর বিধানসভা উপনির্বাচনেও। আলমবাজারের একটি বুথে গিয়ে ভুয়ো ভোটার ধরেন BJP প্রার্থী সজল ঘোষ। তখনই তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে তৃণমূল। ওঠে গো-ব্যাক স্লোগান। পরিস্থিতি মুহূর্তে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে।
এদিন, আলমবাজার এলাকায় একটি বুথে গিয়েছিলেন BJP প্রার্থী সজল ঘোষ। ওই বুথে এক যুবককে হাতেনাতে ধরেন তিনি। সজল ঘোষের দাবি ওই যুক ভুয়ো ভোটার। তাকে তৃণমূলই বুথে ঢুকিয়েছিল বলেও তাঁর অভিযোগ। ওই যুবকের হাত টেনে ধরেন সজল। তবে তারই মধ্যে সজল ঘোষকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। শেষমেশ ভুয়ো ভোটারকে পুলিশ আটক করে।
এদিন বেলা বাড়তেই বরানগরের CPIM প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গেও রীতিমতো হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে তৃণমূলের এক কাউন্সিলরকে। বেশি বেলায় তুমুল বিবাদে জড়ালেন বিজেপির সজল ঘোষ। আলমবাজার এলাকার একটি বুথে গিয়ে শাসকদলের বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় তাঁকে।
ওই বুথে ঢুকতেই এক যুবককে ধরে ফেলেন সজল ঘোষ। তাঁর দাবি, বাইরে থেকে ভুয়ো ভোটার ধরে এনে বুথে ভিড় বাড়াচ্ছে তৃণমূল। যদিও সজল ঘোষের অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁর বিরুদ্ধেই এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে সরব হতে দেখা যায় এলাকার তৃণমূল নেতৃত্বকে। সজলকে ঘিরে শুরু হয় বিক্ষোভ, ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভ দেখাতে দেখা যায় তৃণমূলের মহিলা কর্মীদেরও।
আরও পড়ুন- Bhangar: ‘ভোট দিলে হাত-পা কেটে নেব’, মারাত্মক হুমকিতে ‘ঘরবন্দি’ ভোটাররা, অশান্তির আগুন ভাঙড়ে
কোনও মতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শেষমেষ এলাকা ছাড়েন সজল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভুয়ো ভোটার এসেছিল। ভোট দিতে পারেনি। আমি ধরে নিয়েছি।" ভুয়ো ওই ভোটারকে ধরে পরে পুলিশের হাতে তুলে দিয়েছেন সজল ঘোষ।