Baranagar By Poll 2024: বাংলার রাজনীতিতে এই দৃশ্য সত্যিই বিরল! মুখোমুখি CPM ও তৃণমূলের প্রার্থী। শাসকদলের প্রার্থী আশীর্বাদ নিলেন প্রবীণ সিপিএম নেতার কাছ থেকে। একগাল হাসিমুখে তৃণমূলের তারকা প্রার্থীকে স্বাগত জানালেন বর্ষীয়ান বাম নেতা। ইদের (Eid-al-fitr) সকালে এমনই দৃ্শ্য দেখা গেল বরানগর বিধানসভা এলাকার আলম বাজারে।
এদিন আলমবাজারের জামা মসজিদে সকলকে ইদের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন আসন্ন বরানগর উপ নির্বাচনের (Baranagar By Election 2024) দুই প্রার্থী। সেখানেই মুখোমুখি হয়ে যান CPM প্রার্থী তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya) এবং তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দুই প্রার্থী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলার রাজনীতিতে যুযুধান দুই প্রবল প্রতিপক্ষের এমন সহাবস্থান ইদের সকালে নতুন চর্চা তৈরি করেছে।
এদিন বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন, "সায়ন্তিকাকে শুভেচ্ছা জানাচ্ছি। ও এসেছে বরানগরের মাটিতে। বরানগরের মানুষ হিসেবে ওকে স্বাগত জানানো আমার কর্তব্য। তাপস রায়কে আমি শ্রদ্ধা করছি একটাই কারণে, তাঁর রাজনীতির সঙ্গে আমার এক হাজারটা বিরোধ থাক, কিন্তু উদাহরণ তৈরি করেছেন তিনি। দলত্যাগের সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছেন।"
আরও পড়ুন- Mamata Banerjee: ‘তৃণমূল ছাড়া কাউকে ভোট নয়’, ইদের মঞ্চ থেকে BJP-কে ধুয়ে দিলেন মমতা
অন্যদিকে, প্রবীণ বাম নেতার শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও তন্ময় ভট্টাচার্যকে সম্মান জানিয়ে এদিন বলেন, "তন্ময় স্যারের মতো মানুষের কাছ থেকে আশীর্বাদ নেওয়া আমার কর্তব্য। যেন আমি জয়ী হই। সেই আশীর্বাদ উনি কাল আমায় দিয়েছেন। তন্ময়বাবুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওদের মতো ব্যক্তিত্বের কাছ থেকে আমি শিখতে চাই। কেন্দ্রের সরকারের সঙ্গে বাংলার অম্লমধুর সম্পর্ক। মমতা ব্যানার্জি যথাসম্ভব চেষ্টা করেছেন। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধেই লড়াই।"
তাপস রায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন। গেরুয়া দল আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাপস রায়কে টিকিট দিয়েছে। একদা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বিরুদ্ধেই ভোটে লড়ছেন বরানগরের প্রাক্তন বিধায়ক।
দল ছাড়ার পাশাপাশি বিধায়ক পদ থেকেও তাপস রায় ইস্তফা দেন। সেই কারণেই এবারের লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) সঙ্গেই বরানগর কেন্দ্রে উপনির্বাচন (Baranagar By Poll 2024) হচ্ছে। বরানগরে এবার BJP প্রার্থী করেছে কলকাতা পুরসভার কাউন্সিলর তথা দলের দাপুটে নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)।